পূর্ব মেদিনীপুর: যুব তৃণমূলের (TMC) ব্লক কমিটি ঘোষণা হয়েছে এগরায়। অভিযোগ, সেই তালিকায় নাম রয়েছে এক সিভিক ভলান্টিয়ার। আর এই নাম ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। জেলা তৃণমূলের যুব সভাপতি সুপ্রকাশ গিরি ব্লক নেতৃত্বের ভুল হয়েছে বলে মন্তব্য করলেও বিরোধীরা এত সহজে বিষয়টি ঝেড়ে ফেলতে নারাজ। বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর কথায়, “প্রশাসন যে দলদাস, হাতে গরম প্রমাণ পাওয়া গেল।” সামনেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। বুথ কিংবা অঞ্চল স্তরে সংগঠনকে আরও চাঙ্গা করাই কমিটির লক্ষ্য। এগরা-২ ব্লক যুব তৃণমূলের কমিটি ঘোষণা হতেই দানা বেঁধেছে বিতর্ক। তৃণমূলেরই একাংশের অভিযোগ, সকলের সঙ্গে আলোচনা না করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বলে বলেই এমন পরিস্থিতি। যা নিয়ে বিড়ম্বনা বেড়েছে তৃণমূলের অন্দরে।
গত ১৭ এপ্রিল এগরা-২ ব্লক যুব তৃণমূলের ১৭ জনের নতুন ব্লক কমিটি ঘোষণা করা হয়। সেই তালিকায় এগরা থানার এক সিভিক ভলান্টিয়ার সনাতন গিরির নাম রয়েছে বলে অভিযোগ। তালিকায় ১৬ নম্বরে রয়েছে সনাতনের নাম। এ বিষয়ে যুব তৃণমূলের জেলা সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, “ওই তালিকা ব্লক কমিটি তৈরি করেছে। আমি বিষয়টি জানার পরেই পদক্ষেপ করি। তালিকা থেকে ওই কর্মীর নাম বাদ দিতে বলেছি। প্রশাসনের সঙ্গে যুক্ত কাউকে রাজনীতির অঙ্গ হিসাবে রাখা ঠিক নয়। উনি যদি কর্মরত না থাকতেন তা হলে এত বিতর্ক হতো না। এটা ভুল হয়েছে। সংশোধনের নির্দেশও দেওয়া হয়েছে।”
যদিও কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী বলেন, “দলদাস প্রশাসন এত দিন বলতাম। আজ হাতে গরম প্রমান পাওয়া গেল। মানুষ ভোট দিয়ে কাদের জিতিয়েছেন বুঝতে পারছেন এখন। এর প্রতিকার হওয়া দরকার।” এ বিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও সূত্রের খবর, তালিকায় নাম থাকা নিয়ে সিভিক ভলান্টিয়ার সনাতন গিরি নাকি তাঁর পরিচিত মহলে জানিয়েছেন, এই ঘটনায় তিনি নিজেই অবাক।
নয়া কমিটি প্রসঙ্গে তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতি বলেন, “যুব তৃণমূলের এগরা-২ ব্লক কমিটিতে এক সিভিক ভলেন্টিয়ারের নাম আছে বলে শুনেছি। বিষয়টি জানার পর ব্লক নেতৃত্বকে নাম বাদ দেওয়ার জন্যে বলেছি। যুবর কমিটি যুব নেতৃত্ব ঠিক করে। তাই কারা কমিটিতে আছে তা আমরা প্রথম থেকে জানতে পারি না। একজন সিভিক ভলান্টিয়ারের নাম কমিটিতে রাখা অনুচিত হয়েছে। দলের ব্লক নেতৃত্বকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।”