West Bengal Weather Update: ঘূর্ণিঝড়ের আভাস পেতেই দফায় দফায় বৈঠক শুরু, কে জানে এবার কি আছে দিঘা-মন্দারমণির বরাতে

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

May 06, 2022 | 9:11 PM

Digha: আবহাওয়া দফতর উপকূলের এলাকাগুলির জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। ১০ তারিখ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে না করেছে।

West Bengal Weather Update: ঘূর্ণিঝড়ের আভাস পেতেই দফায় দফায় বৈঠক শুরু, কে জানে এবার কি আছে দিঘা-মন্দারমণির বরাতে
দিঘায় প্রশাসনিক বৈঠক। নিজস্ব চিত্র।

Follow Us

পূর্ব মেদিনীপুর: আমফান, ইয়াসের পর এবার নতুন দুর্যোগ কড়া নাড়ছে দুয়ারে। আশঙ্কা সত্যি করে যদি মধ্য আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ উপকূলে এসে দাপট দেখায়, তা হলে নতুন বিপদের মুখে পড়তে হবে সমুদ্রপাড়ের মানুষগুলোকে। ইতিমধ্যেই নবান্নের তরফে বার্তা দেওয়া হয়েছে সমস্তরকম আগাম মোকাবিলা ব্যবস্থা সেরে রাখতে। সেই নির্দেশকে সামনে রেখেই শুক্রবার প্রশাসনিক বৈঠকে বসল পূর্ব মেদিনীপুরের রামনগর ব্লক প্রশাসন। বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে এই বৈঠক হয়। বৈঠকে ছিলেন রামনগর-১ ব্লকের বিডিও বিষ্ণুপদ রায়, চার কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক, সেচ দফতর, বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। বৈঠকে ডাকা হয় বিভিন্ন পঞ্চায়েত সমিতি, গ্রামপঞ্চায়েতের প্রধানকেও।

রামনগর-১ ব্লকের বিডিও বিষ্ণুপদ রায় বলেন, “ঝড়ের পর বিদ্যুৎ পরিষেবা, ত্রাণ পরিষেবা যাতে দ্রুততার সঙ্গে স্বাভাবিক করা যায় সেদিকে যেমন নজর রাখতে বলা হয়েছে। ঝড়ের আগে উপকূলের মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। তার জন্য স্কুলগুলি পরিদর্শনও হয়েছে। প্রয়োজনে ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা, এনডিআরএফ, এসডিআরএফ নামানোর ব্যবস্থাও থাকবে।” তবে ঝড় নিয়ে এখনও চূড়ান্ত কোনও সতর্কবার্তা বা চূড়ান্ত নির্দেশিকা জেলার কাছে পৌঁছয়নি। প্রাথমিকভাবেই সমস্ত প্রস্তুতি এগোনো হচ্ছে বলে জানান ব্লক আধিকারিক।

ঝড় এলেই বুক দুরু দুরু শুরু হয়ে যায় পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ উপকূল এলাকার মানুষের। তাঁদের ভয়, আবার সবকিছু তছনছ করবে দুর্যোগ, আবারও মাথার উপর থেকে ছাদ উড়বে, আবারও অস্থায়ী আস্তানায় দিন কাটানো। ফি বছর আর ভাল লাগে না এই ছবি। তবু দিঘা, মন্দারমণির মতো এলাকা ঘূর্ণিঝড় এলেই প্রমাদ গোনে। মধ্য আন্দামান সাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপ হয়েছে। এবার গভীর নিম্নচাপের পথে। তারপরই ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কথা।

আবহাওয়া দফতর উপকূলের এলাকাগুলির জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। ১০ তারিখ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে না করেছে। উপকূলের জেলাগুলির জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। ১০ থেকে ১৩ মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দু’ এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Next Article