Suvendu Adhikari on Mamata Banerjee: কবে মমতা প্রধানমন্ত্রী হবেন? উত্তরে স্যান্ডো গেঞ্জি দেখিয়ে যা বললেন শুভেন্দু…

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 04, 2022 | 11:01 AM

Suvendu Adhikari on Mamata Banerjee: ২০২৪-এ দিল্লি মসনদ দখলই লক্ষ্য তৃণমূল নেত্রীর। শাসক দলেও শুরু হয়েছে সেই প্রস্তুতি।

Suvendu Adhikari on Mamata Banerjee: কবে মমতা প্রধানমন্ত্রী হবেন? উত্তরে স্যান্ডো গেঞ্জি দেখিয়ে যা বললেন শুভেন্দু...
নন্দীগ্রামে শুভেন্দু

Follow Us

পূর্ব মেদিনীপুর : ২০২৪-এর লোকসভা নির্বাচন যে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ, সে কথা আগেই স্পষ্ট করে দিয়েছে ঘাসফুল শিবির। শাসক দলের নেতাদের আশা মমতার প্রধানমন্ত্রী হওয়া কেউ আটকাতে পারবে না। বাংলার বাইরে অন্যান্য রাজ্যে তাই ঘাসফুল ফোটানোর তোড়জোড়ও শুরু করেছে তৃণমূল। কিন্তু বিরোধী তথা বিজেপি সেই বিষয়টাকে আমল দিচ্ছেন না মোটেই। মমতার প্রধানমন্ত্রী হওয়া নিছক স্বপ্নই থেকে যাবে বলে মনে করছেন পদ্ম শিবিরের নেতারা। আর এবার সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীকে।

মঙ্গলবার নন্দীগ্রাম বিধানসভার হরিপুর গ্রাম পঞ্চায়েতের দেবীপুরে গিয়েছিলেন শুভেন্দু। সম্প্রতি ওই গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে মা ও ছেলের। সেই পরিবারের সঙ্গে দেখা করতেই এ দিন ওই গ্রামে দিয়েছিলেন শুভেন্দু। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। তৃণমূলের সাংসদ- বিধায়করা বলছেন মমতা প্রধানমন্ত্রী হবেন আর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ কথা শুনে শুভেন্দু বলেন, ‘বলছি কবে মমতা প্রধানমন্ত্রী হবেন’। এই বলে পাঞ্জাবীর বোতাম খুলতে শুরু করেন তিনি। ভিতর থেকে স্যান্ডো গেঞ্জি টেনে বের করে বলেন, ‘এই স্যান্ডো গেঞ্জিতে যে দিন বুক পকেট বসবে, সে দিন মমতা প্রধানমন্ত্রী হবেন।’ পাশাপাশি রাজ্যের একাধিক অপরাধমূলক ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘এখন দুষ্কৃতীরা বেপরোয়া। রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায় গিয়েছে?’

উল্লেখ্য, সম্প্রতি আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার টুইটে দাবি করেছেন ২০২৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন আর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “আমি চাই, আমাদের দিদি ২০২৪ এ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবর্ধন জগদীশ (জগদীপ) ধনখড়ের থেকে বাংলায় ২০২৪-এ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।” দিল্লিই যে লক্ষ্য, সে কথা আগেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিককালে একাধিক রাজ্যে তাঁর সফরের লক্ষ্য যে আসলে জাতীয় রাজনীতিতে জায়গা করে নেওয়া, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Next Article