হাওড়া: ব্রিজের উপর থেকে এক নাবালককে ফেলে নিজেও ঝাঁপ দিলেন এক যুবক। শুক্রবার এই অভিযোগ ঘিরে বালি ব্রিজে হইচই শুরু হয়। এক প্রাতঃভ্রমণকারী এই দৃশ্য দেখতে পান। তাঁর চিৎকার শুনেই আরও কয়েকজন ছুটে আসেন। সবটা শুনে পুলিশকেও জানানো হয়। তবে গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হলেও দিনভর কোনও যুবক বা নাবালক উদ্ধার হয়নি।
বালি ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা বিশ্বনাথ দাশগুপ্ত জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ তিনি বালি ব্রিজের উপর দিয়ে আসছিলেন। বালি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে বালি ব্রিজের দ্বিতীয় পোলের কাছে হঠাৎ দেখেন এক যুবক বছর আটেকের নাবালককে ব্রিজের রেলিং থেকে ঝুলিয়ে দিয়েছে। তিনি কিছু বলতে যাওয়ার আগেই ওই শিশুটিকে গঙ্গায় ফেলে দেন ওই যুবক। এরপরই ওই যুবকও ঝাঁপ মারে বলে দাবি বিশ্বনাথবাবুর।
আরও পড়ুন: ভাল খবর; নিরানব্বইয়ের দিদার চোখ রাঙানিতে হার মানল করোনা, খুশির হাওয়া কোচবিহার হাসপাতালে
এরপরই প্রত্যক্ষদর্শীর চিৎকার শুনে আরও লোকজন ছুটে আসেন। কিন্তু সে সময় গঙ্গায় কোনও নৌকা ছিল না। ফলে সেই মুহূর্তে কেউ বাঁচানোর মত গঙ্গায় ছিল না। বিশ্বনাথবাবু জানান, ওই যুবক ডুবে গেলেও শিশুটি প্রথমে ভেসে উঠেছিল। তার পর সেও ডুবে যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান শুনে গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। শুক্রবার রাত পর্যন্ত কারও খোঁজ মেলেনি। কেউ এসে থানায় কোনও নিখোঁজ সংক্রান্ত ডায়েরিও করেননি।