অল্প গন্ধে আমল দেননি, ঘরের মধ্যে আচমকা বিস্ফোরণে ঝলসে গেলেন ৫ জন

Dec 31, 2020 | 5:03 PM

পাঁচ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বছরের শেষ দিনে মর্মান্তিক ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কাঁকোড়া গ্রামে।

অল্প গন্ধে আমল দেননি,  ঘরের মধ্যে আচমকা বিস্ফোরণে ঝলসে গেলেন ৫ জন
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

Follow Us

পূর্ব বর্ধমান: অল্প অল্প গন্ধ পাচ্ছিলেন, কিন্তু তাতে বিশেষ আমল দেননি কেউ। তারপর আচমকাই বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলে উঠল গোটা বাড়ি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মারাত্মকভাবে জখম একই পরিবারের পাঁচ জন। তাদের মধ্যে দুই নাবালকও রয়েছে। পাঁচ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বছরের শেষ দিনে মর্মান্তিক ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের (Bardhaman) মঙ্গলকোটের কাঁকোড়া গ্রামে।

ওই গ্রামেরই বাসিন্দা প্রিয়াঙ্কা বৈরাগ্যর বাড়িতে বিস্ফোরণ হয়। হাসপাতালের বেডে শুয়েই প্রিয়াঙ্কা জানান, তাঁদের ঘরে পাঁচ কেজির গ্যাস সিলিন্ডার রাখা ছিল। সকাল থেকেই অল্প অল্প গ্যাসের গন্ধ পাচ্ছিলেন তাঁরা। কিন্তু বিপদ যে এমনটা হবে, তা আঁচও করতে পারেননি। আচমকাই বিস্ফোরণ হয়। কিছু বুঝে ওঠার আগেই ঝলসে যান ঘরে থাকা পাঁচ জন।

আরও পড়ুন: কয়লা পাচারকাণ্ড: ৪ জানুয়ারি তৃণমূল নেতা বিনয় মিশ্রকে তলব করল সিবিআই, জারি লুকআউট নোটিস

গোটা বাড়িতে আগুন ধরে যায়। প্রতিবেশীরাই প্রাথমিকভাবে আগুন নেভান। আহতদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করান।

Next Article