শুভেন্দুর সভায় যোগ দেওয়ার পথে কাঁথিতে বিজেপি কর্মীদের বাসে ‘হামলা’

Jan 03, 2021 | 4:48 PM

আচমকাই জনা তিরিশেক যুবক বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে চড়াও হয়। দেদার ভাঙচুর চালায় বাসে। ঘটনাস্থল থেকে ফোনেই পুলিসকে অভিযোগ জানানো হয়।

শুভেন্দুর সভায় যোগ দেওয়ার পথে কাঁথিতে বিজেপি কর্মীদের বাসে হামলা
এই সভাতেই যোগ দিতে আসছিলেন বিজেপি কর্মীরা

Follow Us

পূর্ব মেদিনীপুর: কাঁথিতে (Contai) শুভেন্দুর সভায় যোগ দিতে আসার পথে ফের বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা কাঁথি ২ নম্বর ব্লকের ঢোলমারি এলাকায়।

শুভেন্দু অধিকারীর কাঁথির সভায় যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসছিল। অভিযোগ, ঢোলমারি এলাকায় তেমনই কর্মীবোঝাই একটি বাসে হামলা চলে বলে অভিযোগ। আচমকাই জনা তিরিশেক যুবক বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে চড়াও হয়। দেদার ভাঙচুর চালায় বাসে। ঘটনাস্থল থেকে ফোনেই পুলিসকে অভিযোগ জানানো হয়।

এ প্রসঙ্গে দাদার অনুগামী কনিষ্ক পণ্ডা বলেন, “হামলা করে, ধমক ও চমকে শুভেন্দুকে আটকানো যাবে না।” হুঁশিয়ারি দেন, “সব হিসেব আমরা লিখে রাখছি, সময় হলে বুঝে নেওয়া হবে।”

আরও পড়ুন: ৩০ শতাংশ ভোট নিয়ে সরকার বানাত মমতা, তাই এত কাটাকাটা-মারামারি: বিজেপি

স্থানীয় তৃণমূল নেতৃত্ব এর পিছনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে খাঁড়া করেছেন। দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানা বলেন, “পুরনো বিজেপি ও নব বিজেপি কর্মীদের মধ্যে ঝামেলা তৃণমূলের উপর চাপানোর চেষ্টা করছে। এখন লড়াইটা নতুন (দাদার অনুগামী) ও পুরোনো বিজেপি কর্মীদের মধ্যেই চলছে যত্র তত্র।” চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।

Next Article