বাড়ি থেকে স্কুল শিক্ষিকার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার

Jan 05, 2021 | 6:48 PM

কাঁথির প্রফেসার কলোনির বাড়িতে একাই থাকতেন তিনি। দেখভাল করার জন্য ছিলেন এক পরিচারিকা।

বাড়ি থেকে স্কুল শিক্ষিকার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার
প্রতীকী ছবি

Follow Us

পূর্ব মেদিনীপুর: বাড়ি থেকে স্কুলশিক্ষিকার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পূর্ব মেদিনীপুরের (Purbo Midnapur) কাঁথির ঘটনা। মৃতের নাম পীযূষকণা গিরি।

জানা গিয়েছে, পীযূষকণা চন্দ্রামনি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা। তাঁর মেয়ে ও স্বামীর মৃত্যু আগেই হয়েছে।  কাঁথির প্রফেসার কলোনির বাড়িতে একাই থাকতেন তিনি। দেখভাল করার জন্য ছিলেন এক পরিচারিকা।

আরও পড়ুন: লক্ষ্মী যেতেই ঘণ্টা খানেকের মধ্যে জায়গা পূরণ করল তৃণমূল

অনান্য দিনের মতো মঙ্গলবার দুপুরেও বাড়িতে আসেন পরিচারিকা। তিনিই প্রথমে শিক্ষিকাকে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। কাঁথি থানায় খবর দেন পরিচারিকা। কাঁথি থানার পুলিস দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিস।

Next Article