Purulia: অঙ্ক-ভৌত বিজ্ঞান-ভূগোলের শিক্ষকই নেই, ঘণ্টা বাজান প্রধান শিক্ষক! স্কুল গেটে তালা ঝোলাল পড়ুুয়ারা
Purulia: পড়ুয়াদের অভিযোগ, স্কুলে বহু বিষয়ে শিক্ষক নেই। নিয়মিত ক্লাস হয় না। অঙ্ক, ভূগোল, ভৌত বিজ্ঞান—এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মাসের পর মাস ক্লাস বন্ধ। এতে আমাদের পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে।

পুরুলিয়া: শিক্ষকের অভাবে ক্লাস বন্ধ! বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। বান্দোয়ানের ধাদকা হাইস্কুলের ঘটনা।
পড়ুয়াদের অভিযোগ, স্কুলে বহু বিষয়ে শিক্ষক নেই। নিয়মিত ক্লাস হয় না। অঙ্ক, ভূগোল, ভৌত বিজ্ঞান—এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মাসের পর মাস ক্লাস বন্ধ। এতে আমাদের পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে। সরকারকে অবিলম্বে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করতে হবে বলে দাবি পড়ুয়াদের।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, “স্কুলে প্রায় ৫০০ পড়ুয়া, অথচ শিক্ষক সংখ্যা মাত্র ৮ জন। অঙ্ক, ভূগোল, ভৌত বিজ্ঞানে শিক্ষক নেই। কেউ বদলি হয়ে চলে গিয়েছেন, কেউ আবার অবসর নিয়েছেন—নতুন নিয়োগ নেই। আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। এটা পুরোপুরি সরকারের বিষয়। পড়ুয়াদের দাবি একেবারেই ন্যায্য। আমিও চাই সমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ হোক।”
তিনি আরও জানান, ঘণ্টা বাজার কাজটাও এখন তাঁকে নিজেই করতে হচ্ছে। এমন পরিকাঠামোয় পড়ুয়াদের ভবিষ্যৎ কীভাবে গড়ে উঠবে, সেটাই প্রশ্ন। ২৬ হাজার শিক্ষক বাতিল হওয়ার পর এই স্কুলে তিন জন এমন শিক্ষক রয়েছেন, যাঁরা এখন পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, ফলে ক্লাস নিতে আসেন না।
একের পর এক স্কুলে শিক্ষকের অভাব, পড়াশোনার ঘাটতি ও প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার দুরবস্থা আবারও সামনে এল ধাদকা হাই স্কুলের এই ঘটনার মধ্য দিয়ে। যদিও এ বিষয়ে জেলা শিক্ষা দফতরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

