পুরুলিয়া: মুর্শিদাবাদের ভরতপুর এলাকার মালহাটি গ্রাম পঞ্চায়েতে যে অবস্থা তৈরি হয়েছে বিগত কিছুদিনে, তাতে শোরগোল পড়ে গিয়েছে। আবাসের (Awas Yojana) তালিকা নিয়ে অনুতাপ প্রকাশ করে পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান সহ ১৭ জন সদস্য গণ-ইস্তফা দিতে চেয়েছিলেন। পরে আবার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই অবশ্য বেঁকে বসেছিলেন ১১ সদস্য। এবার আবাসের তালিকা ঘিরে গণ-ইস্তফার পথে পুরুলিয়ার একটি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। আবাস প্লাসের (AWAS Plus) তালিকা ঘিরে বিভিন্ন সমস্যা রয়েছে পুরুলিয়ার (Purulia) মানবাজার-২ ব্লকের তৃণমূল পরিচালিত বারি-জাগদা গ্রাম পঞ্চায়েতে। এমন অবস্থায় পঞ্চায়েত প্রধান-সহ শাসক ও বিরোধী উভয় পক্ষের ১১ জন সদস্য ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামিকাল মঙ্গলবার মানবাজারের বিডিওর কাছে তাঁরা ইস্তফা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সদস্যরা।
পুরুলিয়ার এই গ্রাম পঞ্চায়েতের মোট ১১টি আসন। বর্তমানে সেখানে ৬ জন রয়েছেন তৃণমূলের সদস্য, ৪ জন রয়েছেন নির্দল এবং ১ জন রয়েছে সিপিএম সদস্য। একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেখানে পঞ্চায়েতের বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। সেখানকার পঞ্চায়েত প্রধান অনিমেষ মাহাতো আবাসের তালিকা সংক্রান্ত সমস্যার কখা তুলে ধরে বলেন, “বিডিও সাহেবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিনি আমাদের বিষয়টি বুঝিয়ে বলেছেন। কিন্তু তাতে আমরা সন্তুষ্ট হইনি। তাই আমরা আজ পঞ্চায়েতের সব সদস্যরা বসে সিদ্ধান্ত নিয়েছি, আগামিকাল বিডিও-র কাছে আমরা ইস্তফাপত্র জমা করব।”
গ্রাম পঞ্চায়েতের বিরোধী সদস্য পরাণ মাহাতোও বলছেন, আবাসের তালিকা নিয়ে একটি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে তাঁদের। প্রথমে ৫০৮ জনকে যোগ্যের তালিকায় এবং ২৬০ জনকে অযোগ্যের তালিকায় রাখা হয়েছিল। সেই মতো একটি গ্রামসভা করে যোগ্য-অযোগ্যের নামও পড়ে শোনানো হয়েছিল। কিন্তু এরপর বিডিওর থেকে তাঁদের কাছে একটি চিঠি যায়, যেখানে উল্লেখ রয়েছে ৫০৮ জনের মধ্যে থেকে ৪১ জনের নাম ফের বাদ পড়েছে। কেন এমন হয়েছে, তা জানতে পঞ্চায়েতের সদস্যরা বিডিওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
পঞ্চায়েত প্রধানের এই বক্তব্যের পরে তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়াকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে, তিনি সাংবাদিকদের বলেন, “আমি বিষয়টি সংবাদ মাধ্যমের থেকেই শুনলাম। বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়ে, তারপর বলতে পারব।”