Purulia Congress: ‘সত্যের জয় হল’, আদালতের রায়ে পঞ্চায়েত সমিতির আসনে জয় নিয়ে বলল কংগ্রেস

Anirban Banerjee | Edited By: অংশুমান গোস্বামী

Oct 11, 2023 | 10:08 PM

কলকাতা হাইকোর্টের রায়ে পঞ্চায়েত সমিতির আসনে জয়ী হওয়া কংগ্রেস প্রার্থীর নাম তিজেন্দ্রনাথ মাহাতো। গত পঞ্চায়েত নির্বাচনে ঝালদা ১ নম্বর পঞ্চায়েত সমিতির মারুমশিনা অঞ্চল ১১ নম্বর পঞ্চায়েত সমিতি আসনে কংগ্রেস প্রার্থী তিজেন্দ্রনাথ মাহাতো ৬ ভোটে জয়ী হন। এর পর কোনও নিয়ম না মেনে প্রশাসনের তরফে পুনর্গণনা করা হয়েছিল বলে অভিযোগ। পুনর্গণনার পর তৃণমূল প্রার্থী রাজেশ মণ্ডলকে ১০৫ ভোটে জয়ী ঘোষণা করে দেওয়া হয়।

Purulia Congress: সত্যের জয় হল, আদালতের রায়ে পঞ্চায়েত সমিতির আসনে জয় নিয়ে বলল কংগ্রেস
প্রতীকী ছবি

Follow Us

ঝালদা: আদালতের নির্দেশে পঞ্চায়েত সমিতির আসনে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী। বুধবার কলকাতা হাইকোর্টের এই রায়ের পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া জেলার রাজনীতি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার ঝালদা ১ নম্বর পঞ্চায়েত সমিতির একটি আসনে। ওই আসনে ভোটগণনার সময় কংগ্রেস জিতলেও পুনর্গণনার সময় হেরে যান ওই কংগ্রেস প্রার্থী। বদলে তৃণমূল প্রার্থীকে জয়ী ঘোষণা করে শংসাপত্র দেওয়া হয়েছিল। আদালতের রায়ে সেই আসন ফিরে পেল কংগ্রেস। কলকাতা হাইকোর্টের এই রায়ের পর কংগ্রেস জানিয়েছে, সত্যের জয় হল। আদালতের রায়ের কপি হাতে না পাওয়া অবধি এ বিষয়ে সরাসরি কিছু বলতে রাজি হননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে বিষয়টি নিয়ে দলীয় স্তরে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

কলকাতা হাইকোর্টের রায়ে পঞ্চায়েত সমিতির আসনে জয়ী হওয়া কংগ্রেস প্রার্থীর নাম তিজেন্দ্রনাথ মাহাতো। গত পঞ্চায়েত নির্বাচনে ঝালদা ১ নম্বর পঞ্চায়েত সমিতির মারুমশিনা অঞ্চল ১১ নম্বর পঞ্চায়েত সমিতি আসনে কংগ্রেস প্রার্থী তিজেন্দ্রনাথ মাহাতো ৬ ভোটে জয়ী হন। এর পর কোনও নিয়ম না মেনে প্রশাসনের তরফে পুনর্গণনা করা হয়েছিল বলে অভিযোগ। পুনর্গণনার পর তৃণমূল প্রার্থী রাজেশ মণ্ডলকে ১০৫ ভোটে জয়ী ঘোষণা করে দেওয়া হয়। এর পর বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন কংগ্রেস প্রার্থী তিজেন্দ্রনাথ মাহাতো। বুধবার সেই মামলার রায় ঘোষণা করেন বিচারপতি অমৃতা সিনহা। সেই সঙ্গে তিজেন্দ্রনাথ মাহাতোকে জয়ী হিসেবে শংসাপত্র প্রদান করার নির্দেশও দিয়েছেন বিচারপতি।

এ বিষয়ে পুরুলিয়ার জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, “এই জয় একটা শিক্ষার বিষয়। গণনায় কারচুপির পিছনে যে রিটার্নিং অফিসাররা যুক্ত রয়েছেন তা প্রমাণিত হয়েছে। এটা সত্যের জয় হল।” আদালতের রায়ে জিতে উচ্ছ্বসিত তিজেন্দ্রনাথ মাহাতো। তিনি বলেছেন, “জয়ী হওয়ার পরও হারিয়ে দেওয়া হয়েছিল আমাকে। ন্যায় বিচার পেয়েছি।” ওই আসনে তৃণমূলের প্রার্থী রাজেশ মণ্ডল বলেছেন, “এ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে।”

উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে ঝালদা ১ নম্বর পঞ্চায়েত সমিতির মোট ২৮টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৫, কংগ্রেস ৮, বিজেপি ৩ এবং সিপিআইএম ২টি আসন পেয়েছিল। এই রায়ে কংগ্রেসের যেমন একটি আসন বাড়ল এবং তৃণমূলের একটি আসন কমে গেল।

Next Article