পুরুলিয়া: বাংলায় আলুর দাম আগুনছোঁয়া। কোনওভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না আলুর দাম। এই পরিস্থিতি আলু রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে যে আলু বাইরের রাজ্যে যাচ্ছেই, তার আবারও প্রমাণ মিলল। চোরা পথে ঝাড়খণ্ডে আলু পাচার করার সময় বিপুল পরিমাণে আলু বোঝাই তিনটি লরি আটক করল বোরো থানার পুলিশ।
বেআইনিভাবে ঝাড়খণ্ড রাজ্যে আলু নিয়ে যাওয়ার অভিযোগে তিনটি গাড়ির চালক খালাসি-সহ মোট সাতজনকে গ্রেফতার করছে বোরো থানার পুলিশ। সোমবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে মানবাজার বান্দোয়ান রাস্তা ধরে তিনটি গাড়ি আসছিল। সেই সময় বোরোর বিডিও অফিসের কাছে নাকা পয়েন্টে থামানো হয় গাড়িগুলিকে।
এরপরেই চালকের কাছে বৈধ নথি দেখতে চান পুলিশ কর্মীরা। চালকের অসংলগ্ন কথাতে আটক করে জেরা শুরু করে পুলিশ কর্মীরা। এরপরেই জেরায় জানায় ওই বিপুল পরিমাণে আলু নিয়ে যাওয়া হচ্ছিল ঝাড়খণ্ডে। তারপরেই তিনটি গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ।