Purulia: আবাস-গোল! গ্রামসভা চলাকালীনই ক্ষোভের মুখে পঞ্চায়েত প্রধান থেকে সরকারি আধিকারিকরা

তপন হালদার | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 04, 2024 | 6:11 PM

Purulia: এই সভায় ব্লকের আধিকারিকের পাশাপাশি উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আধিকারিকরা। এদিন সভা আরম্ভ হতেই স্থানীয় বাসিন্দারা আবাস প্রকল্পে তাঁদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ শুরু করেন।

Purulia: আবাস-গোল! গ্রামসভা চলাকালীনই ক্ষোভের মুখে পঞ্চায়েত প্রধান থেকে সরকারি আধিকারিকরা
আবাস ঘিরে বিক্ষোভ
Image Credit source: TV9 Bangla

Follow Us

পুরুলিয়া:  গ্রাম সভা চলাকালীন আবাস প্রকল্পে নাম বাদ পড়ায় আবেদনকারীদের তুমুল ক্ষোভের মুখে পড়েন ব্লক আধিকারিক থেকে পঞ্চায়েত প্রধান-সহ অন্যান্য আধিকারিকেরা। বুধবার রঘুনাথপুর ব্লকের তৃণমূল পরিচালিত নতুনডি গ্রাম পঞ্চায়েতের বিশেষ গ্রাম সভা নতুনডি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়।

এই সভায় ব্লকের আধিকারিকের পাশাপাশি উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আধিকারিকরা। এদিন সভা আরম্ভ হতেই স্থানীয় বাসিন্দারা আবাস প্রকল্পে তাঁদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ শুরু করেন। গ্রামবাসীদের অভিযোগ, আবাস প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে, যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁদের নাম রয়েছে তালিকায়। এমনকি অভিযোগ, একই পরিবারের বেশ কয়েকজনের নামও রয়েছে তালিকায়। কিন্তু যাঁদের মাটির বাড়ি, তাঁদের নাম বাদ পড়েছে।

এদিন গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধান-সহ সদস্যদের বিরুদ্ধে কাঠমানি চাওয়ার অভিযোগও করেন। অবিলম্বে সংশোধিত তালিকা প্রকাশ করে বঞ্চিতদের আবাস প্রদানের দাবি তুলে আবেদন জমা করেন গ্রামবাসীরা। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান জলধর কৈবর্ত্য বলেন,  “আবাস প্রকল্পের সমীক্ষার কাজে আমরা কোন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলাম না। সরকারি আধিকারিকরাই সমীক্ষা করেছিলেন। আমরাও চাই প্রকৃত আবেদনকারীদের আবাস প্রদান করা হোক।”

Next Article