Purulia Awas Yojona: পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙল বিজেপি, আবাস-বিক্ষোভে ধুন্ধুমার পুরুলিয়ায়

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 19, 2022 | 3:37 PM

Purulia Awas Yojona: ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা বিক্ষোভকারীদের। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। এলাকায় ব্যাপক উত্তেজনা।

Purulia Awas Yojona: পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙল বিজেপি, আবাস-বিক্ষোভে ধুন্ধুমার পুরুলিয়ায়
পুরুলিয়ায় বিক্ষোভ

Follow Us

পুরুলিয়া: আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে ব্যাপক বিক্ষোভ পুরুলিয়ার বেলকুঁড়ি এলাকায়। বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ব্যারিকেড। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা বিক্ষোভকারীদের। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। এলাকায় ব্যাপক উত্তেজনা।

পুরুলিয়া ১ নম্বর ব্লকের লাগদা গ্রাম পঞ্চায়েতের বেলকুঁড়ি ও চাকড়া গ্রামের বহু মানুষকে চক্রান্ত করে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত লাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তবালা মাহাতোকে বেশ কিছুক্ষণ ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ দেখানো হয় বিডিও অফিসেও। এদিন বিডিও-র কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নেয় বিজেপি। আর তা দিতে গিয়েই পুলিশি বাধার মুখে পড়েন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙেই এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

বিক্ষোভকারীদের অভিযোগ, অনেকের নাম আগেই আবাস যোজনার জন্য নথিভুক্ত থাকলেও চক্রান্ত করা নতুন তালিকায় তা বাদ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, গরিব মানুষ হলেও নাম বাদ দেওয়ার জন্য অদ্ভুত সব কারণ দেখানো হয়েছে। যেমন অনেকের পাঁচ একরের বেশি জমি রয়েছে বলে রিপোর্ট দেওয়া হয়েছে। একই ভাবে পাকা বাড়ি না থেকেও তা দেখানো হয়েছে। অবিলম্বে এই ভাবে নাম বাদ যাওয়া তালিকা বাতিল করে নতুন তালিকার দাবি করেন বিক্ষোভকারীরা। প্রধান শান্তবালা মাহাতোও অভিযোগের কথা স্বীকার করে বলেন, বেলকুঁড়ির ১৯৯ জনের নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়াও চাকড়া গ্রামেরও ৭২ জনের নাম বাদ গিয়েছে। এই কাজ তারা করেননি বলে দাবি করেন প্রধান। একই সঙ্গে তিনি বলেন, “অন্যায় ভাবে সব করা হয়েছে। এতে তার কিছু করার নেই।”

জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “এমন অনেক অভিযোগ হচ্ছে। তবে প্রশাসন যে ধরনের নির্দেশ দিয়েছে, তা মিলিয়ে দেখা হচ্ছে। তালিকা সঠিকভাবেই যাচাই করা হচ্ছিল।”

Next Article