Purulia: SIR-এর আগেই ভোটার লিস্টে ‘ভূত’ ধরল বিজেপি
Purulia: রবিবার সকালে পুরুলিয়া শহরের ৫ নম্বর ওয়ার্ডে ২০টি বাড়িতে তথ্য যাচাইয়ের কাজে যায় বিজেপি। বিজেপির দাবি, ওই এলাকাতেই পাঁচ জন ভোটারের মৃত্যু হয়েছে। কেউ এক বছর, কেউ দু'বছর, কারোর আবার মৃত্যু হয়েছে পাঁচ বছর আগে। তবুও ভোটার তালিকায় নাম রয়ে গিয়েছে তাঁদের।

পুরুলিয়া: রাজ্যে SIR শুরুর আগেই ভোটার লিস্টে ভূত ধরতে আসরে বিজেপি। পুুরুলিয়া শহরে ৭ নম্বর ওয়ার্ডে ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ শুরু করল গেরুয়া শিবির।
রবিবার সকালে পুরুলিয়া শহরের ৫ নম্বর ওয়ার্ডে ২০টি বাড়িতে তথ্য যাচাইয়ের কাজে যায় বিজেপি। বিজেপির দাবি, ওই এলাকাতেই পাঁচ জন ভোটারের মৃত্যু হয়েছে। কেউ এক বছর, কেউ দু’বছর, কারোর আবার মৃত্যু হয়েছে পাঁচ বছর আগে। তবুও ভোটার তালিকায় নাম রয়ে গিয়েছে তাঁদের।
যদিও মৃতদের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, নির্বাচন কমিশনের সদস্যরা যখন সার্ভে করতে বাড়িতে এসেছিলেন, তাঁদের সে তথ্য তাঁরা দিয়েছিলেন। এরকমই মৃত ভোটারের পরিবারের এক সদস্য বলেন, “আমরা তো ডেথ সার্টিফিকেট জমা করেছি। সব তথ্য রয়েছে। রেশন কার্ড থেকে নামও বাদ হয়ে গিয়েছে। কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে দেখছি।”
বিজেপির রাজ্য কমিটির সদস্য বিবেক রাঙা বলেন, “পরিবারের সদস্যরা নিজেদের দায়িত্ব পালন করেছেন। দেখা যাচ্ছে, রাজ্য সরকারের কর্মীরা, BLO-রা সঠিকভাবে কাজ করেননি, তাই নাম রয়ে গিয়েছে। ”
যদিও জেলা তৃণমূল বিজেপির এই অভিযোগ মানতে নারাজ। প্রাক্তন সাধারণ সম্পাদক পবন শর্মা বলেন, “মৃত ভোটারের নাম বাদ দেওয়ার কাজ নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের যোগ কোথায়? নির্বাচন কমিশনকে অভিযোগ জানাক তদন্ত করে দেখুক।”

