Purulia: হাইওয়ের ধারে এক বাড়িতে সন্ধ্যায় যেতেন দুধ দিতে, বিকালে বাড়ির সামনে ফোঁটা ফোঁটা পড়েছিল নমুনা, রাতে দুধওয়ালাকে যেভাবে পাওয়া গেল…

তপন হালদার | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 12, 2025 | 1:45 PM

Purulia: রাহুল হাইওয়ের সংলগ্ন একটি বাড়িতে দুধ দিতে যেতেন। বেশ কয়েকদিন আগে সেই বাড়ির  একটি মুরগি চুরি হয়ে যায়। সেই মুরগি রাহুল চুরি করেছে অপবাদ দেওয়া হয়েছিল পরিবারের তরফে।

Purulia: হাইওয়ের ধারে এক বাড়িতে সন্ধ্যায় যেতেন দুধ দিতে, বিকালে বাড়ির সামনে ফোঁটা ফোঁটা পড়েছিল নমুনা, রাতে দুধওয়ালাকে যেভাবে পাওয়া গেল...
দুধওয়ালার রহস্যমৃত্যু
Image Credit source: TV9 Bangla

Follow Us

পুরুলিয়া: দুধ দিতে বেরিয়েছিলেন। তারপর থেকে নিখোঁজ হয়ে যান। পরদিন সকালে উদ্ধার হল তাঁরই রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লি এলাকায়।    মৃতদেহটি উদ্ধার করে টামনা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাহুল যাদব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাহুল হাইওয়ের সংলগ্ন একটি বাড়িতে দুধ দিতে যেতেন। বেশ কয়েকদিন আগে সেই বাড়ির  একটি মুরগি চুরি হয়ে যায়। সেই মুরগি রাহুল চুরি করেছে অপবাদ দেওয়া হয়েছিল পরিবারের তরফে। শনিবার বিকালেও দুধ দিতে বেরিয়েছিলেন রাহুল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও না ফেরার বাড়ির লোক ফোন করেন। কিন্তু ফোনেও যোগাযোগ করা যাচ্ছিল না।

তারপর রবিবারই তাঁর দেহ উদ্ধার হয় হাইওয়েশের পাশ থেকে। তদন্তে নামে পুলিশ।  সন্দেহভাজন ওই বাড়ি সংলগ্ন জায়গায় রক্তও দেখতে পায় পুলিশ। সেই রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যেই ওই বাড়ির কর্তা ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে টামনা থানার পুলিশ। পরিবারের অভিযোগ, রাহুলকে খুন করা হয়েছে।

Next Article