Purulia Hill News: ‘পাহাড় বিক্রি করছে’ সরকার! আন্দোলন দানা বাঁধছে পুরুলিয়ায়

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 02, 2022 | 3:39 PM

Purulia: পুরুলিয়ার হুড়া ব্লকের তিলাবনী আদতে ছোট্ট পাহাড় হলেও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। পর্বতারোহণ প্রশিক্ষণ সহ পাহাড়প্রেমীদের পর্যটন মানচিত্রেও এর গ্রহণযোগ্যতা রয়েছে।

Purulia Hill News: ‘পাহাড় বিক্রি করছে’ সরকার! আন্দোলন দানা বাঁধছে পুরুলিয়ায়
প্রকৃতি রক্ষায় পুরুলিয়াবাসীর আন্দোলন (নিজস্ব ছবি)

Follow Us

পুরুলিয়া: পাহাড় বিক্রি করছে সরকার? পুরুলিয়ার হুড়া ব্লকের আনাচে-কানাচে ঘুরছে এই প্রশ্ন। কলাবনী পঞ্চায়েত এলাকার তিলাবনী পাহাড় কেটে গ্রানাইট উত্তোলনকে কেন্দ্র করে তাই শুরু হয়েছে আন্দোলন। একটি বেসরকারি সংস্থাকে পাথর কেটে গ্রানাইট তোলার বরাত দিয়েছে রাজ্য সরকার। কিন্তু ধর্ম, জীবন-জীবিকা এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই কারণে পাহাড় কাটার বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। এদিকে, হুড়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রানাইট উত্তোলনের বরাত দেওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে। যদিও স্থানীয় মানুষের আবেগ, ধর্মীয় বিশ্বাস এবং জীবিকা সহ অন্যান্য বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

পুরুলিয়ার হুড়া ব্লকের তিলাবনী আদতে ছোট্ট পাহাড় হলেও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। পর্বতারোহণ প্রশিক্ষণ সহ পাহাড়প্রেমীদের পর্যটন মানচিত্রেও এর গ্রহণযোগ্যতা রয়েছে। এমনকী ডিসেম্বরে জাতীয় স্তরের বোল্ডার ক্লাইম্বিংও অনুষ্ঠিত হয়েছে পাহাড়েই। আর এই তিলাবনী পাহাড়ের কোলেই রয়েছে কলাবনী পঞ্চায়েতের তিলাবনী, লেদাবনা, পড়শিবনা এবং মাধবপুর, এই চারটি গ্রাম। সেখানকার শতাধিক বাসিন্দার কাছে একাধারে যেমন পাহাড় স্থানীয় ধর্ম ও সংস্কৃতির সঙ্গে জড়িত, তেমনই এই পাহাড়কে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে বহু মানুষের জীবিকাও।

প্রাকৃতিক দিক থেকেও বৈচিত্র্যপূর্ণ তিলাবনী। তাই গ্রানাইট উত্তোলনের নামে পাহাড় ধ্বংসের বিরুদ্ধে সরব হয়েছেন সাধারণ মানুষ। পাহাড় বাঁচানোর দাবিতে শুরু হয়েছে গণ আন্দোলন। রবিবার এক প্রতিবাদ মিছিলে বের করেন এলাকার অগণিত মানুষ। আন্দোলনকারী বিশ্বনাথ মাহাতো বলেন, “এই পাহাড় ধ্বংস করে ফেলা হবে বলে আমাদের কাছে খবর রয়েছে। তাই আমরা এর বিরুদ্ধে সরব হয়েছি। তিলাবনীর সঙ্গে আমাদের ধর্মবিশ্বাস জড়িত। আমাদের ধারণা এটি আসলে পাহাড় ধ্বংস করার একটি চক্রান্ত। তাই আমরা সাধারণ মানুষ এক ছাতার তলায় এসে আন্দোলন করছি।”

এদিকে, স্থানীয় বি এল এল আর ও অনুপম ভট্টাচার্য বলেন, “পাহাড় কেটে গ্রানাইট উত্তোলনের বরাদ্দ দেওয়া হয়েছে বলে শুনেছি। যারা আন্দোলন করছেন এবং যারা বরাত পেয়েছেন দুপক্ষের কথাই ভাবতে হবে। এ নিয়ে আমাদের কাছে কোনও অভিযোগ এলে আমরা অবশ্যই খতিয়ে দেখব।”

হুড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ধ্রুবঙ্কুর ঠাকুর বলেন, “আমি নিজে এলাকা পরিদর্শনে দেখেছি পাহাড়ের একটি অংশে গ্রানাইট উত্তোলনের বরাত দেওয়া হয়েছে। বরাত পাওয়া সংস্থার কাগজপত্র সমস্ত ঠিক রয়েছে। এলাকার মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হবে। স্থানীয় মানুষের ধর্ম ও সংস্কৃতির আবেগকে মাথায় রেখেই সমস্ত কাজ করা হবে।”

জেলা সিপিএম সম্পাদক প্রদীপ রায় বলেন, “এই আন্দোলনের পাশে সব সময় রয়েছি আমরা। প্রকৃতি ধ্বংস বরদাস্ত করব না। গ্রানাইট হাবের নামে পুরুলিয়ার সম্পদ বিক্রি করা হচ্ছে।  প্রকৃতিকে ধ্বংস করে নয় বরং প্রকৃতিকে রক্ষা করে মানুষের উন্নয়ন করা দরকার। রাজ্য সরকার পুরুলিয়ার প্রাকৃতিক সম্পক বিক্রি করে দিচ্ছে কয়েক জন শিল্পপতির কাছে।”

সাধারণ মানুষের আন্দোলনের বিষয়ে জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গার বক্তব্য, তাঁরা শিল্পায়নের বিপক্ষে নন। কিন্তু তা করতে স্থানীয় মানুষের বিশ্বাস এবং আস্থায় আঘাত করা বাঞ্ছনীয় নয়। তবে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়ার বক্তব্য, ওখানে শিল্প হলে বিপুল পরিমান কর্মসংস্থান হবে। বিষয়টি স্থানীয় মানুষকে বোঝানোর চেষ্টা করা হবে। তবে কোনও কিছুই তাঁদের ইচ্ছের বিরুদ্ধে করা হবে না।

আরও পড়ুন: Abdul Soumik Hossain: বিলাসবহুল হোটেলকেও হার মানাবে সৌমিক হোসেনের বাড়ি, নীল কাচে মোড়া বাড়ির দাম জানেন?

Next Article
Jhalda Councillor Murder: ভাইকে খুন করতে ভাড়াটে খুনি লাগিয়েছিল দাদাই, কাউন্সিলর খুনে গ্রেফতার আরও দুই