পুরুলিয়া: ঝালদার কাউন্সিলর তপন কান্দু মৃত্যুর অন্যতম সাক্ষী নিরঞ্জন বৈষ্ণবের রহস্যমৃত্যুর তদন্ত করছে সিবিআই। তাঁর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে সিবিআইয়ের (CBI) ফরেনসিক দল। সোমবার দু’টি গাড়িতে ঝালদার বৈষ্ণব পাড়ায় পৌঁছন ফরেনসিক দলের সদস্যরা। নিরঞ্জনের দেহ ঝুলন্ত অবস্থায় যে বাড়ি থেকে উদ্ধার হয়েছিল, তার মাপজোক করার পাশাপাশি নানা নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা। রাজ্য পুলিশের এক সাব ইন্সপেক্টরকেও ডাকা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। ওই সাব ইনস্পেক্টর প্রথম থেকে এই ঘটনার তদন্তে ছিলেন।
গত ৬ এপ্রিল নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় নিরঞ্জন বৈষ্ণবের দেহ। একটি সুইসাইড নোটও উদ্ধার হয় তাঁর দেহের পাশ থেকে। সেখানে তিনি উল্লেখ করেন, কাউন্সিলর তপন কান্দু মারা যাওয়ার পর থেকে তাঁর উপর নানা চাপ যাচ্ছিল। বারবার পুলিশের ডাকে থানায় যাওয়া তাঁর মনে উপর চাপ তৈরি করছে বলেও লেখা ছিল ওই সুইসাইড নোটে।
তপন কান্দুর স্ত্রী চেয়েছিলেন নিরঞ্জনের মৃত্যুরহস্য উদঘাটনের ভার নিক সিবিআই। কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হন তিনি। এরপরই আদালত নির্দেশ দেয়, কেন্দ্রীয় তদন্তকারীরাই বিষয়টি দেখবেন। পূর্ণিমা কান্দুর বক্তব্য ছিল, “নিরঞ্জনের মৃত্যুও রহস্য। একটা সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেখানে পুলিশের চাপের কথা বলা হয়েছে। পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে। সঠিক তদন্ত এক্ষেত্রেও হওয়া উচিত।” নিরঞ্জনের দাদা নেপাল বৈষ্ণব বলেন, “সিবিআই আসে আজ। ফরেনসিক দলও এসেছে। ঘরটা ঘুরে দেখেন। আশা করছি এবার হয়ত ঠিক বিচারটা পাব আমরা।”
আরও পড়ুন: Falakata storm update: কয়েক মিনিটের ঝড়, প্রবল শিলাবৃষ্টি, এক লাফে দাম বাড়ল টিনের