Government Jobs : ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই মিলবে রাজ্য সরকারে চাকরি, দৈনিক আয় প্রায় ৩ হাজার টাকা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 19, 2022 | 9:45 AM

Government Jobs : রাজ্য ,সরকারে ব্যাঙ্কিং রিসোর্স পার্সন পদে নিয়োগ করা হচ্ছে। এর জন্য কোনও আবেদন করতে হবে না। নির্দিষ্ট দিনে ও সময়ে ইন্টারভিউয়ের জায়গায় উপস্থিত থাকতে হবে।

Government Jobs : ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই মিলবে রাজ্য সরকারে চাকরি, দৈনিক আয় প্রায় ৩ হাজার টাকা
প্রতীকী চিত্র

Follow Us

রাজ্যে সরকারি চাকরির দ্বার খুলে গেল। সরকারি চাকরি প্রার্থীদের এবার অপেক্ষার দিন শেষ। সম্প্রতি রাজ্যে আনন্দধারা প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রকল্পের অধীনে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত জেনে নিন…

পদের নাম :

ব্যাঙ্কিং রিসোর্স পার্সন (BRF)

নিয়োগের স্থান :

উত্তর ২৪ পরগনা

শিক্ষাগত যোগ্যতা :

কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় স্নাতক করতে হবে। এর পাশাপাশি প্রার্থীকে কম্পিউটারে MS-Office সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ইন্টারনেটের বিভিন্ন দিকে দক্ষ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সিনিয়র ম্যানেজমেন্ট গ্রেড অথবা মিডল ম্যানেজমেন্ট গ্রেডে ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। এক পাশাপাশি সংশ্লিষ্ট শাখায় ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।

বয়সসীমা :

২০২২ সালের ১ জুলাই অনুযায়ী প্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।

কাজ সম্বন্ধিত বিস্তারিত তথ্য :

মাসে অন্ততপক্ষে ১৫ থেকে ২০ দিন কাজ করতে হবে। প্রত্যেকদিন ২২০০ টাকা দেওয়া হবে। যাতায়াতের জন্য আলাদা করে ৫০০ টাকা দেওয়া হবে প্রতিদিন।

আবেদন পদ্ধতি :

এই পদে নিয়োগের জন্য আলাদা করে আবেদন করতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় সমস্ত ডকুমেন্ট নিয়ে পৌঁছতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও সময় :

২৯ শে জুন। দুপুর ১২ টা

ইন্টারভিউয়ের স্থান :

Office Chamber of Addi, District Magistrate (Zilla Parishad), North 24 Pargana Zilla Parishad Bhavan (First Floor), Rishi Bankim Sarani Barasat- 700124, North 24 Parganas

প্রয়োজনীয় নথিপত্র :

ইন্টারভিউয়ের দিন নিম্নোক্ত এই নথিপত্র নিয়ে যেতে হবে

প্যান কার্ড
আধার কার্ড
প্রার্থীর সাম্প্রতিক দু’ কপি পাসপোর্টস সাইজ় রঙিন ছবি
বয়সের প্রামাণ্য নথি নিজের অ্যাটেস্টেড করা সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
কাজের সার্টিফিকেট

বিস্তারিত জানতে ক্লিক করুন

 

Next Article