Royal Bengal Tiger: ‘ওর ধাক্কায় জলের বালতির ঢাকা পড়ে যায়, আমি কে কে চিৎকার করতেই…’, এবার দুয়ারেই চলে এল সে… ভয়ঙ্কর অভিজ্ঞতা গৃহবধূর

Abhigyan Naskar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 19, 2025 | 6:02 PM

Royal Benga; Tiger: আবারও বাঘের আতঙ্কে কাঁপছে সুন্দরবন। কয়েকদিন আগেই বাঘ ধরে নিয়ে গিয়েছিল বনদফতর। সেই আতঙ্ক কাটতে না কাটতেই ফের সেখানে হাজির বাঘ। জানা গিয়েছে, শনিবার রাতে কুলতলি ব্লকের গুড়গুঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য গুড়গুড়িয়া এলাকায় স্থানীয় বাসিন্দা জন্মেঞ্জয় গিরির ঘরের বারান্দায় ঢুকে পড়ে বাঘ। তেমনটাই দাবি তাঁর।

Royal Bengal Tiger: ওর ধাক্কায় জলের বালতির ঢাকা পড়ে যায়, আমি কে কে চিৎকার করতেই..., এবার দুয়ারেই চলে এল সে... ভয়ঙ্কর অভিজ্ঞতা গৃহবধূর
দেবিকা গিরি জানালেন নিজের অভিজ্ঞতা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কুলতলি: সবে সূর্য পাটে গিয়েছে। সন্ধেবেলা ঘরের দরজা বন্ধ করে ভিতরে কাজে ব্যস্ত ছিলেন মহিলা। হঠাৎ শব্দ। থালা-বাসন পড়ে গেলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন। গৃহবধূ জানলা খুলতেই চোখ চড়কগাছ। এ কী! সটান এবার দুয়ারে হাজির সে! আতঙ্কে জুড়ে দিলেন চিৎকার।

আবারও বাঘের আতঙ্কে কাঁপছে সুন্দরবন। কয়েকদিন আগেই বাঘ ধরে নিয়ে গিয়েছিল বনদফতর। সেই আতঙ্ক কাটতে না কাটতেই ফের সেখানে হাজির বাঘ। জানা গিয়েছে, শনিবার রাতে কুলতলি ব্লকের গুড়গুঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য গুড়গুড়িয়া এলাকায় স্থানীয় বাসিন্দা জন্মেঞ্জয় গিরির ঘরের বারান্দায় ঢুকে পড়ে বাঘ। তেমনটাই দাবি তাঁর। আতঙ্কে কাঁটা তাঁরা। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না কিছুতেই। তারপর চিৎকার শুরু করেন। এরপর খবর দেওয়া হয় বনদফতরে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা আসেন। বাজি পটকা ফাটিয়ে এলাকা থেকে বাঘটিকে তাড়িয়ে দেয়।

এ প্রসঙ্গে দেবিকা গিরি বলেন, “সন্ধেবেলা দরজার সামনে বসেছিল। দরজা বন্ধ ছিল তাই ঘরের ভিতর ঢুকতে পারেনি। ও চুপ করে ঘাপটি মেরে বসেছিল। এবার দরজার পাশে বালতি রাখা ছিল। সেই বালতিটায় একটা থালা চাপা দেওয়া ছিল। বাঘটার ধাক্কায় থালা পড়ে যায়। সেই আওয়াজে আমি কে কে বলে চিৎকার করি। তখন জানলা খুলে দেখি বাঘটা সামনের নদীতে নেমে গেছে। ও যে ছুটছে সেটা বোঝা যাচ্ছে। তারপর বনদফতরে খবর দিই।”

Next Article