S24 Bombing: দুই প্রতিবেশীর ঝামেলায় বেপরোয়া বোমবাজি, এলাকায় চাঞ্চল্য

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 20, 2022 | 4:30 PM

S24 Bombing: এই বোমাবাজির ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ।

S24 Bombing:  দুই প্রতিবেশীর ঝামেলায় বেপরোয়া বোমবাজি, এলাকায় চাঞ্চল্য
এলাকায় বোমাবাজি

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: ধানের গাদা দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে বচসার জেরে চলল বোমাবাজি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর থানা এলাকার কালিবাবুর চকে। বোমাবাজির ঘটনায় আহত হয়েছেন ২ জন। আহতরা ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই বোমাবাজির ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে কালিবাবুর চকে মাঠের ধান এনে গাদা দিচ্ছিলেন এলাকার বাসিন্দা রাধেশ্যাম সর্দার ও  তাঁর পরিবারের লোকজন। জায়গা নিয়ে গন্ডগোলের জেরে প্রতিবেশী বরুণ নাঁইঞা ও তাঁর পরিবারের লোকজন তাঁদের ধানের গাদা দিতে বাঁধা দেয় বলে অভিযোগ। তা নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে বচসা থেকে হাতাহাতি বেঁধে যায়। অভিযোগ, আচমকা নাঁইঞা পরিবারের সদস্যরা সর্দার পরিবারের সদস্যদের লক্ষ্য করে বোমাবাজি করে বলে অভিযোগ। বোমার আঘাতে গুরুতর জখম হন পারুল শিকারি ও রাধেশ্যাম সর্দার। তাঁদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

এক মহিলা বলেন, “ঠাকুরের স্থানে ধানের গোলা দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা হচ্ছিল। আবার সেটা থেমেও গিয়েছিল। কিন্তু এমনটা যে হবে, তা ভাবতে পারিনি।”

Next Article