Saumitra Khan: ‘অভিষেকের সুমতি হয়েছে’, ধন্যবাদ জানালেন সৌমিত্র

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 08, 2022 | 10:06 PM

Saumitra Khan: আগামী ২ মাস কোনও রাজনৈতিক সমাবেশ হবে না বলে জানিয়েছেন অভিষেক। তারপরই এমন প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

Saumitra Khan: অভিষেকের সুমতি হয়েছে, ধন্যবাদ জানালেন সৌমিত্র
অভিষেককে ধন্যবাদ জানালেন সৌমিত্র

Follow Us

বাঁকুড়া: একদিকে যখন ভোট (Municipal Election) পিছনোর জন্য বারবার সওয়াল করছেন বিরোধী নেতারা। তারই মধ্যে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত অভিমত, আগামী দু’মাস এসব না করাই উচিৎ। শনিবার দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক শেষে এমন দাবিই করেছেন তিনি। আর তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) বললেন, ‘অভিষেকের সুমতি হয়েছে’।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ‘ব্যক্তিগত’ মন্তব্য প্রসঙ্গে তাঁকে ধন্যবাদ জানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সহ সভাপতি সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘অভিষেকের সুমতি হয়েছে’।

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির আর এক সাংসদ তথা বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, ‘এটা অভিষেকের মত হলে, দলের মত নয় কেন।’ দিলীপ ঘোষ বলেন, ‘যে ভাবে সংক্রমণ বাড়ছে, তাতে নির্বাচন, মেলা করার মতো পরিবেশ নেই। উনি যদি এমনটা মনে করেন, ওনার দল কেন নির্বাচন কমিশনে যাচ্ছে না?’ তাঁর কথায়, ‘যখন ভোট করার দরকার ছিল, তখন করেননি, এখন কেন করছেন?’

পাঁচ রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হল

এ দিকে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে যখন রাজ্যে পুরসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে বারবার সওয়াল করছে বিজেপি, তারই মধ্যে আবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন পাঁচ রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। এই প্রসঙ্গে এদিন সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ‘এ রাজ্যে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ। অন্যান্য রাজ্যে করোনা পরিস্থিতি তুলনায় ভালো। বাকি বিষয় নির্বাচন কমিশন বলতে পারবে।’

শনিবার কী বলেছেন অভিষেক?

কোভিড নিয়েই ছিল অভিষেকের এ দিনের বৈঠক। সেই বৈঠক শেষে তাঁকে প্রশ্ন করা হয়, এই পরিস্থিতিতে কি নির্বাচন হওয়া উচিৎ? জবাবে অভিষেক বলেন, ‘হাইকোর্টে এই নিয়ে মামলা চলছে। এ বিষয়ে আমার মন্তব্য করা উচিৎ নয়। হাইকোর্ট বিষয়টা দেখবে। নির্বাচন কমিশন সেই গাইডলাইনগুলো মেনে ভোট করাবে। তবে আমার ব্যক্তিগত মত যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে বলব আগামী ২ মাস সব বন্ধ রাখা উচিৎ।’

বিরোধীরা এরপরই প্রশ্ন তুলেছেন, কেন তৃণমূলের মত এমনটা নয়? কেন ভোট বন্ধ করার কথা বলছে না দল?

আরও পড়ুন :  Asansol Municipal Election: ভোটের মুখে বজ্র আঁটুনি, পুর এলাকার ১১টি ওয়ার্ড হল মাইক্রো কন্টেইনমেন্ট জ়োন

কী বলছে তৃণমূল?

দলের সাংসদ সুখেন্দু শেখর রায় অভিষেকের এ দিনের মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘অভিষেক যা বলেছেন তা তো উনি বলেই দিয়েছেন যে ওটা ওনার ব্যক্তিগত মত।’

আরও পড়ুন : Uttar Pradesh Election Result and Voting Date: ডবল ইঞ্জিনেই ভরসা যোগীর, এখন থেকেই বিজয় মিছিলের স্বপ্ন প্রিয়ঙ্কার চোখে; লড়াইয়ে অখিলেশও

Next Article