Firing: বাইক থেকে নেমেই পরপর গুলি, শোরগোল দুর্গাপুরে

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 26, 2023 | 11:23 PM

দুর্গাপুরের সিটি সেন্টারে অম্বুজা টাউনশিপের ২৫ নম্বর স্ট্রিটে পরিবহণ সংস্থার অফিসের দিকে তাক করে গুলি চালাল দুষ্কৃতীরা।

Firing: বাইক থেকে নেমেই পরপর গুলি, শোরগোল দুর্গাপুরে
প্রতীকি ছবি।

Follow Us

দুর্গাপুর: ছুটির রাতে দুষ্কৃতীদের গুলিতে উত্তপ্ত হয়ে উঠল শিল্পশহর। একেবারে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে চলল গুলি। পরপর ২ রাউন্ড গুলি চলেছে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের খোঁজে শহরজুড়ে নাকা তল্লাশি শুরু করেছে দুর্গাপুর পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এদিন রাতে সিটি সেন্টারে অম্বুজা টাউনশিপে পরিবহণ সংস্থার অফিসে গুলি চলে। দুটি বাইকে করে দুষ্কৃতীরা এসে পরপর ২ রাউন্ড গুলি চালায়। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে কারা, কেন এভাবে গুলি চালাল তা স্পষ্ট নয়। দুষ্কৃতীদের খোঁজে শহরজুড়ে নাকা তল্লাশি শুরু হয়েছে। ঘটনাস্থলে এসেছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পান্ডে। তিনি বলেন, “এখনও লিখিত অভিযোগ পাইনি। গুলি চলার খবর পেয়েই আমরা এখানে ছুটে এসেছি। তদন্ত করে দেখছি। প্রত্যক্ষদর্শীরা বলছে, রীতেশ সিং নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চলেছে। তবে ঠিক কত রাউন্ড গুলি চলেছে, আদৌ ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলেছে কিনা তা খতিয়ে দেখছি।” ঘটনার সময় পরিবহণ সংস্থার অফিসের ভিতর একজন ছিলেন এবং তিনি অক্ষত রয়েছেন বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘড়িতে তখন রাত সাড়ে ৮টা। দুর্গাপুরের সিটি সেন্টারে অম্বুজা টাউনশিপের ২৫ নম্বর স্ট্রিটে পরিবহণ সংস্থার দফতর তখনও খোলা ছিল। হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে পরিবহণ সংস্থার অফিসের বাইরে থেকে গুলি চালায়। দুই রাউন্ড গুলি চলেছে। যদিও কেউ গুলিবিদ্ধ হয়নি। তবে গুলির শব্দে এলাকায় চিৎকার শুরু হলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর সিটি সেন্টারে গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী। তারপরই দুষ্কৃতীদের খোঁজে শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চেনার চেষ্টা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।

Next Article