Shovandeb Chatterjee: ‘দলের মধ্যে থেকে কিছু মানুষ অন্যায় কাজ করেছেন’, বিস্ফোরক শোভনদেব

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 12, 2022 | 12:47 PM

শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "গোটা বিশ্বে যদি কোনও রাজনৈতিক দল বলে তার দলে একটিও খারাপ লোক নেই, তাহলে সেই দলের চাকরবৃত্তি করব।"

Shovandeb Chatterjee: দলের মধ্যে থেকে কিছু মানুষ অন্যায় কাজ করেছেন, বিস্ফোরক শোভনদেব
রাজারহাটে দলীয় অনুষ্ঠানে শোভনদেব চট্টেপাধ্যায়।

Follow Us

রাজারহাট: ফের বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়। এবার দলের মধ্যে থেকে কিছু মানুষ অন্যায় কাজ করেছেন বলে কার্যত স্বীকার করে নিলেন তিনি। রবিবার রাজারহাটে তৃণমূলের তরফে আয়োজিত এক রক্তদান শিবিরে গিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, “আমাদের দলের কিছু কিছু মানুষ অন্যায় করেছে বলে মনে হচ্ছে। কিন্তু কোর্ট যতক্ষণ না বলছে আমি হ্যাঁ বলব না।”

দলে অসৎ লোক প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় আরও বলেন, “গোটা বিশ্বে যদি কোনও রাজনৈতিক দল বলে তার দলে একটিও খারাপ লোক নেই, তাহলে সেই দলের চাকরবৃত্তি করব। সমাজে যেমন ভাল লোক আছে, তেমন খারাপ লোক আছে। তার প্রতিফলন সব রাজ্যে আছে।” এদিন অসৎ লোক প্রসঙ্গে বিজেপিকেও একহাত নেন প্রবীণ তৃণমূল নেতা। প্রশ্ন তোলেন, যারা কোটি কোটি টাকা নিয়ে চলে গেল, তাদের যাওয়ার রাস্তা কে করে দিল?

তবে তৃণমূলে অসৎ লোক রয়েছে বলে কার্যত স্বীকার করে নিলেও সকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেলাম জানায় বলেও দাবি প্রবীণ তৃণমূল নেতার। তাঁর কথায়, সারা ভারতের সব নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেলাম করে এরাজ্য থেকে চলে যেতে হয়েছে। একইসঙ্গে বিজেপি গোয়েন্দা এজেন্সি নিয়ে নোংরা খেলা খেলছে অভিযোগ তুলে শোভনদেবের কটাক্ষ, যেসব রাজ্যে ওদের (বিজেপির) বিরুদ্ধ দল আছে, রাজনৈতিকভাবে লড়াইয়ের ক্ষমতা নেই, সেখানেই ইডি, সিবিআই লাগিয়েছে। একইসঙ্গে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, যখন ইডি, সিবিআই রাজ্যে রাজ্যে ঘুরছিল কে আপনাদের কথা ভেবেছে! এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি।

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর তৃণমূলকে চোর কটাক্ষ করে রাজ্যজুড়ে মিছিল শুরু করেছিল বিজেপি। সেই সময় বারবার বিভিন্ন জনসভায় এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কেউ একজন চুরি করলেও দলের সকলে চোর নয় বলে বারবার দাবি জানিয়েছেন তিনি। এমনও বলেছিলেন, “যখন কেউ আমাকে চোর বলে, আমার মনে হয় এক ঘুষি মারি।”

Next Article