Siliguri BJP Manifesto : বামেদের পর শিলিগুড়িতে ইস্তেহার প্রকাশ গেরুয়া শিবিরের, পদ্ম ফোটাতে একগুচ্ছ প্রতিশ্রুতি বিজেপির

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 11, 2022 | 9:23 PM

Siliguri MNC Election : শিলিগুড়ি পৌরনিগমের ভোটের জন্য ইস্তেহার প্রকাশ করল বিজেপি। গতকাল বামেরা ইস্তেহার প্রকাশ করার পর আজ বিজেপির ইস্তেহার প্রকাশ পেল। ইস্তেহারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন, 'হর ঘর জল' সহ একাধিক প্রতিশ্রুতি বিজেপির।

Siliguri BJP Manifesto : বামেদের পর শিলিগুড়িতে ইস্তেহার প্রকাশ গেরুয়া শিবিরের, পদ্ম ফোটাতে একগুচ্ছ প্রতিশ্রুতি বিজেপির
প্রতীকী ছবি

Follow Us

 

শিলিগুড়ি : শিলিগুড়ি পৌরনিগমের ভোটের জন্য ইস্তেহার প্রকাশ করল বিজেপি। এর আগে গতকাল ইস্তেহার প্রকাশ করেছে বামেরা। ২২ জানুয়ারি শিলিগুড়ি পৌরনিগমে নির্বাচন হওয়ার কথা। পুরসভা ভোট ঘিরে তাই সব রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে। একে একে ইস্তেহার প্রকাশ করছে সব রাজনৈতিক দলগুলি।

শিলিগুড়ির উন্নয়নকল্পে বিজেপির ইস্তেহারে বিশেষ নজর দিয়েছে, শিলিগুড়িকে স্মার্ট গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিলিগুড়িকে অপরাধমুক্ত, নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে যথেষ্ট সৎ ও শক্তিশালী করে তুলতে তারা অঙ্গীকারবদ্ধ। প্রতিটি বাড়িতে ২৪x৭ পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা এবং প্রতি ওয়ার্ডে ন্যূনতম সুবিধাযুক্ত স্বাস্থকেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে তারা ব্রতী।

শিলিগুড়িতে বিজেপির ইস্তেহারের মূল বিষয়গুলি :

  • ‘দুর্নীতিহীন’ যোজনা গ্রহণ করার প্রতিশ্রুতি
  • কাটমানি ও দুর্নীতি মুক্ত এক সৎ ও স্বচ্ছ শাসন ব্যবস্থা প্রদান
  • সরকারি যোজনার ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে পরিষেবা প্রদান
  • শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার কথা মাথায় রেখে শৌচালয় স্থাপন
  • নাগরিক সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি ওয়ার্ডে রাস্তায় রাস্তায় আলোর ব্যবস্থা করা
  • জনসাধারণের সুবিধার্থে শিলিগুড়ি শহরে শক্তিশালী সিএনজি পরিকাঠামো তৈরি করা
  • দার্জিলিং মোড় সংস্কার ও প্রশস্তকরণ
  • যানবাহন চলাচলে সুবিধার জন্য শিলিগুড়ি শহরের চারপাশের রিং রোড তৈরি করা হবে
  • শহরের ভিতরের সমস্ত রাস্তা এবং ফিডারের উন্নয়ন
  • শহর ও শহরতলির সমস্ত সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবার জন্য পরিকাঠামোগত উন্নয়ন
  • প্রতিটি ওয়ার্ডে উপযুক্ত পরিকাঠামো সহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা
  • উত্তরবঙ্গের প্রতি বিদেশী পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নতীকরণ
  • অবৈধ পানশালা, শিশু ও নারী পাচার, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আশ্বাস
  • ২০২২ সালের শেষ নাগাদ ‘হর ঘর জল’ প্রকল্পের আওতায় শিলিগুড়ির ১০০ শতাংশ পরিবারের জলের সমস্যার সমাধান করা হবে
  • কেন্দ্রীয় সরকারে পূর্ণাঙ্গ অর্থানুকূল্যে অটল মিশন ফর রেজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন (AMRUT) এর অধীনে বিভিন্ন প্রকল্পের দ্রুত সমাপ্তি
  • শহরের স্কুল, কলেজের পরিকাঠামোগত উন্নয়ন
  • শিক্ষিত যুবকদের জন্য ইন্টার্নশিপ ও কর্ম সংস্থানের জন্য বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ব্যবস্থা করা
  • কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সার্বিক মান উন্নয়ন
  • শিলিগুড়িকে উত্তরবঙ্গের ক্রীড়ার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলা

বর্তমানে করোনার বাড়বাড়ন্ত। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। যদিও গতকাল করোনা আক্রান্তের সংখ্যা একটু কমেছে। তবে চিন্তার ভাঁজ ফেলেছে দৈনিক মৃত্য়ুর সংখ্যা। এই পরিস্থিতিতে শিলিগুড়ি পৌরনিগমের ভোট হবেই সেই মনোভাবেই শেষ মুহূর্তের প্রচার সারছে রাজনৈতিক দলগুলি। বামেদের পর এইবার বিজেপিও ইস্তেহার প্রকাশ করল। দুুই দলের ইস্তেহারেই নারী সুরক্ষা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কাঠামোগত উন্নয়নে জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Left front Siliguri Manifesto : শিলিগুড়িতে দুর্গ অক্ষত রাখতে বামেদের ইস্তেহারে জোর করোনা ও নারী সুরক্ষায়

Next Article