Left front Siliguri Manifesto : শিলিগুড়িতে দুর্গ অক্ষত রাখতে বামেদের ইস্তেহারে জোর করোনা ও নারী সুরক্ষায়

Siliguri Municipal Election : শিলিগুড়িতে ইস্তেহার প্রকাশ করল বামেরা। ইস্তেহারে রয়েছে নারী সুরক্ষা ও উন্নতি সাধনের পাশাপাশি কোভিড সংক্রান্ত পরিষেবায় বিশেষ নজর।

Left front Siliguri Manifesto : শিলিগুড়িতে দুর্গ অক্ষত রাখতে বামেদের ইস্তেহারে জোর করোনা ও নারী সুরক্ষায়
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2022 | 7:02 PM

শিলিগুড়ি : শিলিগুড়ি পৌরনিগমে ২২ জানুয়ারি পুরসভা ভোটের দিনক্ষণ আগে থেকেই স্থির হয়ে আছে। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন দলের কাউন্সিলর পদপ্রার্থীরা। এক ইঞ্চিও জমি ছাড়তে দেখা যাচ্ছে না কোনও দলকেই। আজ সেই মর্মেই শিলিগুড়ি পৌরনিগমের ভোটের জন্য ইস্তেহার প্রকাশ করল লাল শিবির।

শিলিগুড়িতে বাম-ইস্তেহারের মূল বিষয়গুলি :

  • এলাকাভিত্তিক সেফ হোম তৈরি করা
  • জরুরিভিত্তিতে ঘরে ঘরে অক্সিজেন, পথ্য, মাস্ক পৌঁছনোর ব্যবস্থা করা
  • শহরে আইসোলেশন সেন্টারের সংখ্যাবৃদ্ধি করা
  • পুরসভাকে আমলাতন্ত্রের পরিবর্তে নাগরিকদের নিজস্ব সংস্থায় পরিণত করা
  • শহরের রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থার উন্নতি সাধন
  • শিলিগুড়িতে পরিশ্রুত পানীয় জলের সার্বিক প্রকল্পের অনুমোদন আদায় করা
  • যানজটের সমস্যার দ্রুত সমাধান ও সুপরিকল্পিত পার্কিংয়ের ব্যবস্থা করা
  • জমি হাঙর কর্পোরেট রাজ বন্ধ
  • ওয়ার্ড কমিটিতে গরিবদের মতামত প্রদান নিশ্চিত করা
  • পরিবেশ রক্ষায় ওয়ার্ড ভিত্তিক বিশেষ টিম পাড়ায় পাড়ায়
  • মেয়েদের জন্য পাড়ায় পাড়ায় জিম
  • বাজারগুলিতে ইমারজেন্সি ওয়ার্ড ও ফার্স্ট এইডের ব্যবস্থা করা
  • নার্সিংহোম ও বেসরকারি প্যাথলজিক্যাল সেন্টারের খরচ নিয়ন্ত্রণ করা
  • প্রতি ওয়ার্ডে জনস্বাস্থ্য কেন্দ্র চালু করা
  • নারী নিরাপত্তার জন্য প্রতি ওয়ার্ড জনসচেতনতা মূলক প্রচার
  • মহিলাদের জন্য সুলভ শৌচালয়ের ব্যবস্থা করা
  • বিধান মার্কেট পুরসভার হাতে আনা
  • ক্ষুদ্র ব্যবসায়ীদের লাইসেন্স ফি হ্রাস
  • মহিলাদের নার্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্থা
  • কর্পোরেশনে শূন্য স্থায়ী সাফাই কর্মী ও অন্য পদ পূরণ করা। নতুন পদ সৃষ্টি করা
  • হিন্দি ভাষায় আরও স্কুল স্থাপন
  • খেলার মাঠ উন্নত করা। বস্তি ক্রীড়া পুনরায় চালু করা
  • অবিলম্বে ড্রপ আউটদের স্কুলে ফেরানো

বর্তমানে করোনার বাড়বাড়ন্ত। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে সেফ হোম, এবং জরুরি ভিত্তিতে বাড়ি বাড়ি মাস্ক ও অক্সিজেন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও করেছেন তাঁরা। এর পাশাপাশি তাঁরা সম্প্রীতির কথাও বলেছেন ইস্তেহারে। ইস্তেহারে বিজেপি ও তৃণমূলের সাম্প্রদায়িক উস্কানিকে খোঁচা মেরে ঐক্যবদ্ধ থাকার বার্তাও দিয়েছেন তাঁরা। ইস্তেহারে ধর্ম-জাতি-ভাষা ভিত্তিক ভেদাভেদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার কথাও বলা হয়েছে। এছাড়াও নারী সুরক্ষা ও উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে বাম প্রকাশিত ইস্তেহারে।

২২ জানুয়ারি শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগর পৌরনিগমে ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। তবে বর্তমানে রাজ্যে করোনা তথা ওমিক্রনের ত্রাসে ভোট পিছিয়ে দেওয়ার ডাক তুলেছে বিভিন্ন বিরোধী দল। দুইদিন আগে ডায়মন্ডহারবারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে ব্যক্তিগত মতামত হিসেবে একই সুর তুলেছেন। তবে এই সংশয়ের মধ্যেই বাম শিবির ইস্তেহার প্রকাশ করল। তাদের প্রস্তুতি তুঙ্গে তা তারা জানান দিল।

আরও পড়ুন :Siliguri Municipal Election: ‘বাধা দিলে বাঁধবে লড়াই, ঘুরে দাঁড়াচ্ছে বামেরা’, প্রচারে আত্মবিশ্বাসী অশোক