Bidhannagar Municipal Election: পতাকা ছিঁড়ে পড়ে আছে রাস্তায়, তৃণমূল বলছে, ‘হাওয়ায় পড়ে গিয়েছে’
Bidhannagar Municipal Election: তৃণমূলের দাবি, হাওয়ায় খুলে গিয়েছে পতাকা। অভিযোগ- পাল্টা অভিযোগে উত্তপ্ত বিধাননগর।
বিধাননগর : পুরভোটের আগে ফের উত্তেজনা ছড়াল বিধাননগরে। আবারও বিজেপির পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। সোমবার এই ঘটনার জেরেই উত্তেজনা ছড়িয়েছে বিধাননগর পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডে। এ দিন সন্ধেয় প্রচারে বেরোন ৩০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী উমা শঙ্কর ঘোষ দস্তিদার। তখনই তিনি রাস্তায় দেখতে পান দলীয় পতাকা ফুটপাথে পড়ে রয়েছে। তারপরই উত্তেজনা ছড়ায় এলাকায়।
প্রার্থীর অভিযোগ, বিজেপির পতাকা খুলে সেই জায়গায় লাগানো রয়েছে শাসক দলের পতাকা। এরপরই বিজেপি প্রার্থী দাবি করেন, তৃণমূল কর্মীরা নিজেদের দলীয় পতাকা লাগানোর জন্য বিজেপির পতাকা খুলে ফেলে দেয়। এর আগেও বিভিন্ন জায়গায় তাঁর প্ল্যাকার্ড খুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এ দিন তিনি বলেন, ‘যে দিন থেকে পতাকা লাগানো শুরু করলাম, সে দিন থেকেই তৃণমূলের হার্মাদ বাহিনী সব প্ল্য়াকার্ড খুলে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এখনই যদি এই সব হয়, তাহলে ২২ তারিখে ভোটের দিন কী হবে?’ তাঁর দাবি, রবিবার যে সব হোর্ডিং লাগানো হয়েছিল, সেগুলিও তৃণমূল কর্মীরা খুলে নিয়ে চলে গিয়েছে।
৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিতা মণ্ডলের অনুগামীরা এই কাজ করেছে বলেও অভিযোগ করেন তিনি। তার জেরেই উত্তেজনা তৈরি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর পূর্ব থানার পুলিশ। তবে পুরো ঘটনাটি অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী অনিতা মন্ডল। তাঁর দাবি, হাওয়ার কারণে পতাকা খুলে গিয়ে থাকতে পারে, এর সঙ্গে দলের কর্মীদের কোনও যোগ নেই। তিনি বলেন, ‘হাওয়ার জন্য অনেক জায়গায় তৃণমূলের পতাকা খুলে পড়ে গিয়েছে। আমরা তো বলিনি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা করেছে। আমরা সে সব তুলে লাগিয়ে দিয়েছি।’ তাঁর দাবি, এ সব নিয়ে ভাবার মতো সময় এবার তাঁদের কাছে নেই। পাশাপাশি, অনিতা মন্ডল উল্লেখ করেন, করোনা বা আমফানের মতো পরিস্থিতিতে বিজেপিকে খুঁজে পাওয়া যায় না। তাই তাদের মুখে এ সব শোভা পায়।
গত শুক্রবার একই রকম অভিযোগ তোলে বিজেপি। বিধাননগর পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের নাওভাঙা এলাকায় সেই অভিযোগ সামনে আনেন বিজেপি প্রার্থী শম্পা দেবনাথ। তিনি যখন প্রচারে বেরিয়েছিলেন, সেই দলীয় পতাকা লাগানোর কাজও চলছিল। তাঁর দাবি, সেই কাজ চলাকালীন এলাকায় চড়াও হয় একদল দুষ্কৃতী। অভিযোগ, দুষ্কৃতীরা প্রত্যেকেই রাজ্যের শাসক দলের আশ্রিত। পদ্ম শিবিরের অভিযোগ, বাইকে চেপে যে দুষ্কৃতীরা এসেছিল, তারা বিজেপি প্রার্থী এবং তাঁর দলীয় কর্মীদের উপর বেধড়ক মারধর করে। বন্দুকের বাঁট দিয়েও মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থী ও কর্মীদের প্রাথমিক চিকিৎসার জন্য বিধাননগর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পদ্ম শিবিরের তরফে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। সব মিলিয়ে ভোটের আবহে রাজনীতির পারদ ক্রমণ চড়ছে বিধাননগরে।