Recruitment News: শিরে সংক্রান্তি! রাজত্ব করবে তথ্য প্রযুক্তি, আগামী পাঁচ বছরে হারিয়ে যাবে যে চাকরিগুলি
Recruitment News: ২০৩০ সালের মধ্যেই গোটা বিশ্বজুড়ে যেমন কয়েক লক্ষ নতুন চাকরি তৈরি হবে। ঠিক তেমনই ঝাঁপ বন্ধ হবে বহু পেশার, দাবি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের।
কলকাতা: কোন চাকরি টিকবে, কোন চাকরি টিকবে না। কাদের আয় যাবে সর্বোচ্চ, চাকরির বাজারে কারা হবে নিঃস্ব। সরাসরি রিপোর্ট তুলে ধরে তথ্য প্রকাশ করল বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনৈতিক প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’।
২০৩০ সালের মধ্যেই গোটা বিশ্বজুড়ে যেমন কয়েক লক্ষ নতুন চাকরি তৈরি হবে। ঠিক তেমনই ঝাঁপ বন্ধ হবে বহু পেশার, দাবি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের। পাশাপাশি, তাদের আরও দাবি, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বে নতুন ১৭০ মিলিয়ন চাকরি তৈরি হবে। অবশ্য একাধারে বন্ধ হয়ে যাবে ৯২ মিলিয়ন চাকরিও। কৃত্তিম বুদ্ধিমত্তা ও তথ্য প্রযুক্তিই চালাবে গোটা বিশ্বকে। ফলত এই সকল বিষয়ের সঙ্গে যুক্ত ক্ষেত্রগুলিতে দেখা যাবে নিয়োগের বিস্ফোরণ।
বাজার কাঁপাবে যে সকল চাকরিগুলি
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তথ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চাকরির বাজারে একাধিপত্য গড়বে কৃত্তিম বুদ্ধিমত্তা ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রের চাকরিগুলি। বিগ ডেটা স্পেশালিস্ট, ফিনটেক ইঞ্জিনিয়ার, কৃত্তিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং, সফ্টওয়্যার ডেভেলপার, সিকিউরিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট-সহ আরও বেশ কয়েকটি পদের জন্য পারদর্শী কর্মীর চাহিদা তৈরি হবে। যার জেরে এই সকল পদের জন্য যোগ্য প্রার্থীদের লক্ষ লক্ষ টাকা মাসিক বেতন দিতেও দ্বিধা বোধ করবে না সংস্থাগুলি।
হারিয়ে যাবে যারা
বিশ্বের এই সর্ববৃহৎ অর্থনৈতিক প্রতিষ্ঠানের মতে, আগামী পাঁচ বছরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে পোস্ট অফিস কেন্দ্রীক চাকরিগুলি। প্রয়োজন হারাবে ক্লার্ক পদের কর্মীরা। একেবারেই উঠে যাবে পোস্টাল সার্ভিস ক্লার্কের পদ। এছাড়া বন্ধ হবে ডেটা এন্ট্রির কাজ। গুরুত্ব হারাবে ক্যাশিয়ার ও টিকিট বুকিং কর্মীরা।