Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বদলে ফেললেন নাম, মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস নিলেন মমতা কুলকার্নি

এক সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি। যিনি ‘করণ-অর্জুন’-এ শাহরুখ খান ও সলমন খানের সঙ্গে অভিনয় করে দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছিলেন। সম্প্রতি এক নতুন জীবন শুরু করেছেন।

বদলে ফেললেন নাম, মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস নিলেন মমতা কুলকার্নি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2025 | 9:01 PM

এক সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি। যিনি ‘করণ-অর্জুন’-এ শাহরুখ খান ও সলমন খানের সঙ্গে অভিনয় করে দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছিলেন। সম্প্রতি এক নতুন জীবন শুরু করেছেন। তিনি মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন এবং তাঁর নতুন নামকরণ হয়েছে মমতা নন্দ গিরি। আজ সন্ধ্যায় তাঁর পট্টাভিষেক হবে এবং তিনি কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর হিসেবে দায়িত্ব পালন করবেন।

৯০ এর দশকে বলিউডের ‘বম্বশেল’ হিসেবে পরিচিত মমতা কুলকার্নি ছিলেন একটি জনপ্রিয় নাম। বিশেষ করে ‘কোই যায়ে তো লে আয়ে’ গানের কোমর দোলানো দৃশ্য এখনো দর্শকদের মনে জীবন্ত। তবে রঙিন পর্দার বাইরে মাদক মামলায় জড়িয়ে পড়ার পর দীর্ঘ ২৪ বছর তিনি দেশছাড়া ছিলেন।

মমতা কুলকার্ণি নিজে জানিয়েছেন, “২০০০ সাল থেকে আমি তপস্যা শুরু করেছি। আজ আমার ২৩ বছর পূর্ণ হল। ধ্যান ও তপস্যার মাধ্যমে আমি অনেক কিছু অর্জন করেছি, বহু প্রশ্নের উত্তর পেয়েছি।” তিনি আরও বলেন, “অনেকে হয়তো হতাশ, কারণ তারা আশা করেছিলেন আমি বলিউডে ফিরে আসব। কিন্তু মহাকাল ও মহাকালীর ইচ্ছার বাইরে কিছু হয় না, তাঁদের আদেশেই আমি এই নতুন পথ বেছে নিয়েছি।”

মহাকুম্ভে আজ যখন উপচে পড়া ভিড়, পুণ্যার্থীরা পুণ্যলাভের আশায় এসে হাজির, তখন মমতা কুলকার্ণি তাঁদের মধ্যেই এক নতুন পরিচয়ে হাজির। ধ্যানমগ্ন সন্ন্যাসী হিসেবে তিনি কুম্ভমেলায় এক নতুন অধ্যায় শুরু করেছেন, যা তার ভক্ত ও অনুসারীদের কাছে একটি নতুন দৃষ্টিকোণ নিয়ে এসেছে। উল্লেখ্য, মাদক পাচার কাণ্ডে নাম জড়িয়েছিল নায়িকার। তবে সম্প্রতি মুম্বই হাইকোর্টে রায় দেওয়া হয়েছে। রায়তে নায়িকা বেকসুর খালাস পেয়েছেন।