দক্ষিণ ২৪ পরগনা: পার্থ চট্টোপাধ্যায়ের সভার কয়েক ঘন্টা আগেই ক্যানিংয়ে (Canning) তৃণমূলে ভাঙন। ব্লক তৃণমূল সহ সভাপতির বিজেপিতে যোগদানের ঘোষনা। বেজায় অস্বস্তিতে ঘাসফুল শিবির।
রবিবার ক্যানিংয়ে সভা রয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তীর। ঠিক তার আগে দলে গোষ্ঠী কোন্দলের অভিযোগ তুলে বিজেপিতে যোগ দিলেন ক্যানিং ১ নম্বর ব্লকের তৃণমূলের সহ সভাপতি অর্ণব রায়। তিনি আগে জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন।
সূত্রের খবর, ব্লক সভাপতি শৈবাল লাহিড়ী, ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডল আর অপর গোষ্ঠী ব্লক যুব তৃণমূল সভাপতি ও জেলা তৃণমূল কো-অর্ডিনেটর পরেশ রাম দাসের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদI রাজনৈতিক মহলের সেবিষয়টি অজানা নয়। তবে এদিন অর্ণব রায়ের কথাতেও মিলল সেই ইঙ্গিত। আর সেই কারণেই তিনি দল ছাড়লেন বলে জানালেন অর্ণব। দলের শীর্ষ নেতাদের সভার আগেই সহ সভাপতির দল ছাড়ার ঘোষণায় বেজায় অস্বস্তিতে তৃণমূল।