দক্ষিণ ২৪ পরগনা: সামনে পঞ্চায়েত ভোট (Panchayet Election)। ঘর গোছাতে মরিয়া শাসক থেকে বিরোধী সকল শিবির। এমন আবহে এবার ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারিশরিফ এলাকা থেকে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়স্ত্র, যার মধ্যে দু’টি সেভেন এমএম পিস্তল ও একটি পাইপগান।
এছাড়াও উদ্ধার হয়েছে একটি দু’হাজার টাকার জাল নোট সহ মোট চারটি জাল নোট, দু’টি চোরাই ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন ও একটি রয়্যাল এনফিল্ড মোটর বাইক। ধৃতদের নাম রাহুল কুমার মিশ্র, সনু দিওয়ান ও সাহিল শেখ। এদের মধ্যে রাহুলের বাড়ি বিহারে ও বাকি দুজনের বাড়ি জীবনতলা থানা এলাকায়।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারিশরীফ ফাঁড়ির কাঠপোল এলাকায় নাকা তল্লাশি করে। তখন পুলিশ একটি বাইকে তিনজনকে চড়ে আসতে দেখেন। সেই সময় তাদেরকে দাঁড়াতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় তাদেরকে ধাওয়া করে পুলিশ গ্রেফতার করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বিহারের সমস্তিপুরের বাসিন্দা রাহুল অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর সঙ্গে স্থানীয় যুবকের কী সম্পর্ক সেটা খতিয়ে দেখছে পুলিশ। এতো অস্ত্র নিয়ে এরা কোথায় যাচ্ছিল সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। এদেরকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ আরও তদন্ত করতে চাইছে।
এই বিষয়ে কর্তব্যরত পুলিশ বলেন, “রোজের মতই নাকা তল্লাশি চলছিল। সেই সময় তিনজন যুবক বাইক নিয়ে যাচ্ছিল। তাদেরকে থামতে বলা গাড়ি না থমিয়েই দ্রুত চলে যায়। এরপরই বুঝতে অসুবিধা হয়নি। ওদেরকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়স্ত্র, যার মধ্যে দু’টি সেভেন এমএম পিস্তল ও একটি পাইপগান উদ্ধার হয়েছে।”