ডাক্তারবাবুর রহস্য মৃত্যুতে কী যোগ বার মালিক ও তাঁর প্রাক্তন স্ত্রীর, তদন্তে পুলিশ

Shuvendu Halder | Edited By: Soumya Saha

Mar 06, 2024 | 5:52 PM

Diamond Harbour: চিকিৎসকের এই মৃত্যুর ঘটনার সঙ্গে কী যোগ রয়েছে ওই বার মালিক কিংবা তার স্ত্রীর? কী জন্য গ্রেফতার করা হল এই দু'জনকে? জানা যাচ্ছে, চিকিৎসকের মৃত্যুর পর তাঁর মেয়ে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই অভিজিৎ, রিয়া-সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে। হুমকি দেওয়া, ব্ল্যাকমেল করা ও টাকার জন্য চাপ দেওয়া হত বলে অভিযোগ। সেই অভিযোগের তদন্তে নেমেই এবার অভিজিৎ দাস ও রিয়া দাসকে গ্রেফতার করল পুলিশ।

ডাক্তারবাবুর রহস্য মৃত্যুতে কী যোগ বার মালিক ও তাঁর প্রাক্তন স্ত্রীর, তদন্তে পুলিশ
ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতাল
Image Credit source: TV9 Bangla

Follow Us

ডায়মন্ড হারবার: চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমে এবার এক বার মালিক ও তাঁর প্রাক্তন স্ত্রীকে গ্রেফতার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। ধৃতদের নাম অভিজিৎ দাস ও রিয়া দাস। রবিবার গভীর রাতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের কোয়ার্টার থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই চিকিৎসকের দেহ। বছর পঁয়তাল্লিশের ওই চিকিৎসকের নাম কল্যাণাশিস ঘোষ। কিন্তু চিকিৎসকের এই মৃত্যুর ঘটনার সঙ্গে কী যোগ রয়েছে ওই বার মালিক কিংবা তাঁর স্ত্রীর? কী জন্য গ্রেফতার করা হল এই দু’জনকে? জানা যাচ্ছে, চিকিৎসকের মৃত্যুর পর তাঁর মেয়ে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই অভিজিৎ, রিয়া-সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে। হুমকি দেওয়া, ব্ল্যাকমেল করা ও টাকার জন্য চাপ দেওয়া হত বলে অভিযোগ। সেই অভিযোগের তদন্তে নেমেই এবার অভিজিৎ দাস ও রিয়া দাসকে গ্রেফতার করল পুলিশ।

জানা যাচ্ছে, এই অভিজিৎ দাসের একটি বার রয়েছে স্থানীয় জেটিঘাটে। অন্যদিকে তাঁর প্রাক্তন স্ত্রী বছর বত্রিশের রিয়া দাসের স্টেশন বাজার এলাকায় একটি কাপড়ের দোকান রয়েছে। এদিকে ওই চিকিৎসকের সঙ্গে রিয়ার একটি বিবাহবর্হিভূত সম্পর্কও তৈরি হয়েছিল বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অভিযোগ উঠছে, এই সব বিষয়কে ব্যবহার করে ডাক্তারবাবুকে চাপ দিয়ে মোটা টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। রিয়া ও তাঁর বার মালিক প্রাক্তন স্বামী অভিজিৎ উভয়ে মিলে এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ।

এদিকে আবার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত অভিজিৎ দাস পুলিশি জেরায় স্বীকার করেছে, ওই চিকিৎসকের পাশাপাশি একাধিক পুরুষের সঙ্গে স্ত্রীয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে রিয়াকে ডিভোর্স দিয়েছিলেন তিনি। এমনকী পুলিশের জেরায় তিনি এও জানিয়েছেন, বর্তমানে ওই চিকিৎসকের টাকাতেই ডায়মন্ড হারবারে প্রতিষ্ঠিত কাপড়ের ব্যবসায়ী হয়ে উঠেছেন তাঁর প্রাক্তন স্ত্রী রিয়া দাস। যদিও তদন্তে নেমে সম্ভাব্য সব দিকে খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা।

Next Article