দক্ষিণ ২৪ পরগনা: ভাইয়ের দোকানে বিক্রি বেশি হওয়ায় হিংসা ও আক্রোশে তাঁর লিঙ্গ কেটে খুন করল খুড়তুতো দাদা। শুক্রবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার পাথরবেড়িয়া বাস মোড় এলাকায়।
পাশাপাশি দুটো দোকান ছিল দুই ভাইয়ের। তবে এক ভাইয়ের ব্যবসা ভাল চললেও অন্যজনের তেমন জমছিল না। এই আক্রোশে ধারাল অস্ত্র দিয়ে ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার বিশাল কেন্দ্রীয় বাহিনী।
ঠিক কী ঘটেছিল?
বছর দেড়েক আগে বাজারের একই জায়গায় দোকান কিনে দুই খুড়তুতো ভাই তপন কারা ও মোহন কারা হার্ডওয়ার্সের ব্যবসা শুরু করেন। মাসখানেক আগে এই ব্যবসা নিয়েই দুই ভাইয়ের মধ্যে ব্যাপক বিবাদ হয়। তার পর দু’জনে দু’জনের দোকান আলাদা করে নিয়ে চালাতে থাকে। তখন থেকেই দাদা তপন কারাতের দোকান ভালো চলছিল না বলে খবর। সেই নিয়ে বেশ কয়েকদিন ধরেই ক্ষোভ সৃষ্টি হয় ভাই মোহন কারার বিরুদ্ধে। তারপরেই এদিন সকালে ভয়াবহ ঘটনা। সকালে সাড়ে সাতটা নাগাদ মোহন দোকান খুলে বসে। সেসময় দাদা তপন ধারালো অস্ত্র দিয়ে প্রথমে গলায় তারপর পেটে আঘাত করে। পরে ভাই এর লিঙ্গ কেটে নেয়। রক্তে ভেসে যায় ঘটনাস্থল। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোহনের।
আরও পড়ুন: শিবরাত্রে সুন্দরবনে পাড়ি, প্রেমিকার সঙ্গে শিবের মাথায় জলও! ভোরে যুবকের সঙ্গে নির্মম কৌতুক
এদিকে আশেপাশের দোকানের লোকজন ছুটে এলে ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত। পরে স্থানীয়রা দেখে থানায় ফোন করে জানালে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনি। মৃতের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। খোঁজ শুরু হয় অভিযুক্তের। অবশেষে তাকে পাওয়াও যায়। জিঞ্জাসাবাদের জন্য তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক বিবাদের জেরে এই খুন।