কাকদ্বীপ: নবজোয়ার কর্মসূচির আজ ছিল শেষ দিন। শুক্রবার পুরনো স্মৃতিচারণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনালেন বিভিন্ন জেলার অভিজ্ঞতার কাহিনি।
এ দিন, কাকদ্বীপের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদার এক বৃদ্ধার কাহিনি তুলে ধরেন। ভরা সভামঞ্চ থেকে গল্পের ছলে বলেন, “আজ নবজোয়ার বাংলার জন জোয়ারে পরিণত। আমি উপলব্ধি করেছি প্রকৃতির থেকেও সর্বশক্তিমান মানুষ। ঝড়-জল-বৃষ্টি উপেক্ষা করেই মানুষ রাস্তায় নেমেছে। এই ষাট দিনের অভিজ্ঞতা শোনাব। আমি ষাট দিনে অনেক শিখেছি। আমার রাজনীতি করার দৃষ্টিভঙ্গি বদলেছে।”
এরপর তিনি যোগ করে বলেন, “মালদায় একটি মন্দিরে পুজো দিতে যাই। সেখানে ১২৭ বছরের বৃদ্ধা দাঁড়িয়েছিলেন লাঠি নিয়ে। প্রশ্ন করি, এই গরমে কেন দাঁড়িয়ে আছেন?” অভিষেকের প্রশ্নে বৃদ্ধা বলেন, “আমার বয়স ১২৭। তোমায় আর্শীবাদ করতে দাঁড়িয়ে আছি। তুমি আরও বড় হও। আমি চাই বাংলায় আরও ৫০ বছর তৃণমূল থাকুক।” অভিষেক বলেন, বৃদ্ধা তাঁকে জানান, যখন ক্ষুদিরাম বসু মারা গিয়েছিলেন তখন তাঁর বয়স বারো ছিল।
প্রসঙ্গত, ওই বৃদ্ধার নাম বিমলা সরকার। মালদার নালাগোলায় বাড়ি। বার্ধক্য ভাতা থেকে নিজের প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যয়কে ধন্যবাদ জানাতে এসেছিলেন তিনি।