পাথরপ্রতিমা: ঝড়ের প্রভাব বাংলার উপকূলে খুব বেশি পড়েনি ঠিকই, তবে প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আর সেই বৃষ্টির জমা জলেই বাড়ছে বিপদ। হাওড়া, ভবানীপুরের পর এবার দক্ষিণ ২৪ পরগনা। মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রের। তবে জমা জলে নয়, ঝড়ে পড়ে থাকা গাছের ডাল সরাতে গিয়েই ঘটে বিপত্তি।
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগরের ঘটনা। ছাত্রের নাম মৃত শুভজিৎ দাস। গাছ সরাতে গিয়ে এদিন বিদ্যুৎস্পৃষ্ট হয় শুভজিৎ। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কার্যত পরিবারের লোকজনের সামনেই মৃত্যু হয় ওই কিশোরের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ের পর বিদ্যুতের খুঁটি থেকে বাড়িতে যাওয়া সার্ভিস তারের উপর গাছ পড়ে যায়। তাতেই কেটে যায় সেই তার। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায় শুভজিতের বাড়ি। এরপর শুভজিৎ পরিবারের লোকজনকে নিয়ে গাছটিকে কেটে সরাতে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিদ্যুতের খুঁটি থেকে সংযোগকারী ছিঁড়ে থাকা তারে বিদ্যুৎ আছে, তা সে বুঝতে পারেনি। এমনকী ভেঙে পড়া গাছটি সরানোর জন্য বিদ্যুৎ কর্মীদেরকেও খবর দেওয়া হয়নি।
পরিবারের লোকজনের সামনেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় শুভজিতের। পরে পরিবারের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে যায়। মেন লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শুভজিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাটি কীভাবে ঘটল, তা দ্রুত খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে পাথরপ্রতিমা ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার বিকেলে হাওড়ার তাঁতিপাড়ায় জমে থাকা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৌতম চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির মৃত্যু হয়। প্রায় আধ ঘণ্টা জলেই পড়েছিলেন তিনি, পরে তাঁকে উদ্ধার করা হয়। একই ঘটনা ঘটে দক্ষিণ কলকাতার ভবানীপুরে। ল্যাম্পপোস্টের ছেঁড়া তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডে। মৃত যুবকের নাম সৌরভ গুপ্তা।