‘হঠাৎ করে দুয়ারে সরকারের ফর্মগুলো ছুড়ে মারল’, চরম অব্যবস্থার অভিযোগে গোলমাল ভাঙড়ে

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 16, 2021 | 9:06 PM

Bhangar: বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় মানুষকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়।

হঠাৎ করে দুয়ারে সরকারের ফর্মগুলো ছুড়ে মারল, চরম অব্যবস্থার অভিযোগে গোলমাল ভাঙড়ে
নিজস্ব চিত্র।

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: দুয়ারে সরকার কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনার অভিযোগ উঠল ভাঙড়ে। ভাঙড়ের কাশীপুর থানার শানপুকুর এলাকার ঘটনা। সোমবার শানপুকুর প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার কর্মসূচির শিবির খোলা হয়। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার-সহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে হাজির হয়েছিলেন প্রায় পাঁচ হাজারের বেশি সাধারণ মানুষ। এত মানুষ একত্রিত হওয়ায় চরম বিশৃঙ্খলা ছড়ায় এলাকায়।

কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ভিড় করেন এলাকার মানুষ। প্রশাসনের পক্ষ থেকে ভিড় সামলাতে কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ ওঠে। এরই মধ্যে বিকেল ৪টের পর লক্ষ্মীর ভাণ্ডারের কাউন্টারের সামনে ফর্ম নেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শুরু হয় বলে অভিযোগ। কাউন্টারে থাকা এক ব্যক্তি সেই ফর্ম মুঠো করে ছড়িয়ে দেন। তা নিতেই হুড়োহুড়ি পড়ে যায় বলে অভিযোগ। অনেকে মাটিতে পড়েও যান। তুমুল হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। খবর যায় কাশীপুর থানায়।

বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় মানুষকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কে কার্যত শিবিরবন্দি হয়ে পড়েন দুয়ারে সরকার প্রকল্পে কর্মরত কর্মীরা। পরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে গাড়ি নিয়ে গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, “এখানে কাজ হচ্ছিল। হঠাৎ কাগজগুলো ছুড়ে ফেলে দেয়। এতে তো সাধারণ মানুষের কোনও দোষ নেই। অথচ এই করে একটা উত্তেজনা সৃষ্টি করে এখন বলছে সমস্ত বন্ধ। এটা কেন হবে? আমরা কেন ওদের জন্য ভুগব? কত দূর থেকে মানুষ এসেছেন। বুড়ো মানুষ আছেন, বাড়িতে বাচ্চা রেখে ভোর থেকে লাইন দিয়েছেন এমন মানুষও আছেন। তাঁদের কী সময়ের কোনও দামই নেই?”

এদিন সকাল থেকেই জেলায় জেলায় দুয়ারে সরকারের শিবিরকে ঘিরে উত্তেজনার অভিযোগ ওঠে। কোথাও লম্বা লাইনে চরম অব্যবস্থার অভিযোগ তোলা হয়। কোথাও আবার করোনা বিধি উড়িয়ে দেওয়ার অভিযোগ তোলেন সাধারণ মানুষ। এই নিয়ে তুমুল গোলমালের অভিযোগ ওঠে পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, শিলিগুড়ি, জলপাইগুড়িতে। অর্থাৎ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় সোমবার দুয়ারে সরকার ঘিরে কার্যত অব্যবস্থার অভিযোগ সামনে এসেছে। আরও পড়ুন: ‘এ তো দুয়ারে করোনা!’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেতে কোভিড বিধি উড়িয়েই জেলায় জেলায় লম্বা লাইন

Next Article