বাসন্তী: বাসন্তীতে মানসিক ভারসাম্যহীন এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগের তির বাসন্তী থানা এলাকায় তৃণমূলের এক জয়ী পঞ্চায়েত প্রার্থীর স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাসন্তী থানায় ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। পরিবারের অভিযোগ, রবিবার সন্ধেয় সদ্য নির্বাচিত ওই প্রতিবেশী পঞ্চায়েত সদস্যের স্বামী এই কুকর্ম ঘটিয়েছেন। সোমবার বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হয় এবং তারপর পুলিশকর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেন। এদিকে যাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে, সেই ব্যক্তিকে ঘটনার পর থেকে আর এলাকায় দেখা যায়নি। কিশোরীর পরিবারের অভিযোগ, এলাকা ছেড়ে পালিয়েছে ওই অভিযুক্ত।
মানসিক ভারসাম্যহীন ওই নাবালিকার পরিবারের অভিযোগ, গতসন্ধেয় অভিযুক্ত ওই ব্যক্তি কিশোরীকে দুটি চিপসের প্যাকেট কিনে দিয়েছিল। তারপর কিশোরীর বাবা কোথায় রয়েছেন, সেই বিষয়েও খোঁজখবর নেন প্রতিবেশী ওই অভিযুক্ত। এরপর মানসিক ভারসাম্যহীন ওই কিশোরীকে সুযোগ বুঝে এক নির্জন স্থানে নিয়ে যায় ওই অভিযুক্ত। পরিবারের অভিযোগ, সেখানেই প্রতিবেশী পঞ্চায়েত সদস্যের স্বামী ওই নাবালিকা কিশোরীর সঙ্গে শ্লীলতাহানি করেছে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন নাবালিকার পরিবারের লোকেরা। অভিযুক্ত ওই প্রতিবেশীর যোগ্য শাস্তির দাবি তুলছেন তাঁরা।
এদিকে সোমবার বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হতেই তড়িঘড়ি পদক্ষেপ করে বাসন্তী থানার পুলিশও। পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন। জিজ্ঞাসাবাদ করেন। নির্যাতিতা কিশোরীর সঙ্গেও কথা বলেন পুলিশকর্মীরা। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।
বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। ওই ব্লকের তৃণমূল নেতৃত্ব বলছে, অভিযোগের বিষয়টি তাঁদের কানেও গিয়েছে। ওই ব্যক্তি যদি পুলিশি তদন্তে দোষী সাব্যস্ত হয়, তাহলে অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে সওয়াল করেছে তৃণমূল শিবিরও।