Panchasayar: ‘মানুষের পঞ্চায়েত’ গড়তে পঞ্চসায়রের বিরোধী প্রার্থীরা এবার একজোট

Shuvendu Halder | Edited By: সায়নী জোয়ারদার

Jul 31, 2023 | 8:01 PM

Mathurapur: মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের বিরোধী প্রার্থী তাঁরা। তবে এলাকায় ফিরে এলেও নিজেদের বাড়িতে ফিরছেন না তাঁরা। সবাই আশ্রয় নিয়েছেন অন্ধমুনিতলার বিজেপি প্রার্থী পুজা ছাঁটুইয়ের বাড়িতে।

Panchasayar: মানুষের পঞ্চায়েত গড়তে পঞ্চসায়রের বিরোধী প্রার্থীরা এবার একজোট
একজোট হয়ে বসে আছেন প্রার্থীরা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চসায়রে অপহরণের অভিযোগের ঘটনায় নিত্যনতুন মাত্রা যোগ হচ্ছে। শনিবার গভীর রাতে এলাকায় ফেরেন বিরোধীদের চার প্রার্থী। মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের বিরোধী প্রার্থী তাঁরা। তবে এলাকায় ফিরে এলেও নিজেদের বাড়িতে ফিরছেন না তাঁরা। সবাই আশ্রয় নিয়েছেন অন্ধমুনিতলার বিজেপি প্রার্থী পুজা ছাঁটুইয়ের বাড়িতে। এমনকী বাকি সাতজন বিরোধী প্রার্থীও সেই বাড়িতেই উপস্থিত হয়েছেন। তাঁরা চাইছেন পঞ্চায়েতের বোর্ড গঠন করে তবে বাড়িতে ফিরতে। অন্যদিকে অপহরণের ঘটনার প্রতিবাদে এলাকাজুড়ে তৃণমূলের বিরুদ্ধে পোস্টারিং শুরু করেছেন বিরোধী বিজেপি ও সিপিএমের কর্মী সমর্থকরা।

সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী পারমিতা প্রামাণিকের কথায়, “বৃহস্পতিবার পিয়ারলেসের পিছনে গেস্ট হাউজে ছিলাম। সেখানে চারটে গাড়ি এসে তুলে নিয়ে যায়। আমাদের হুমকি দেওয়া হয়েছিল। বন্দুকও দেখানো হয়। জোর করে টানা হ্যাঁচড়া করে নিয়ে যায়। আমি আর সফিউল্লা লুকিয়ে পড়েছিলাম। তাই আমাদের তুলে নিয়ে যেতে পারেনি। ওরা চেয়েছিল আমাদের চার প্রার্থীর মুখ দিয়ে ওদের কথাগুলো বলাতে। এমনকী ওদের বক্তব্য কাগজে লিখে আমাদের চার প্রার্থীকে দিয়ে সইও করিয়ে নেয়। ওরা আসলে পঞ্চায়েত গড়তে চেয়েছিল। এদিকে ওদের চারজন জয়ী ছিল। আমরা একত্রিত হয়ে পঞ্চায়েত গড়ব, তাই এক জায়গায় এসে থাকছি। সুস্থভাবে পঞ্চায়েত গড়াই আমাদের লক্ষ্য।”

বিজেপির পুজা ছাঁটুই বলেন, “ভবিষ্যতে যাতে আমাদের এভাবে তুলে নিয়ে যেতে না পারে তাই নিরাপদ জায়গায় থাকছি সকলে। সকলে যাতে ভাল থাকি, বিপন্মুক্ত থাকি। তার জন্য সবাই একসঙ্গে জোটবদ্ধভাবে আছি। যত দিন না পঞ্চায়েত গঠন হচ্ছে একটু সাবধানে তো থাকতেই হবে।” ইতিমধ্যেই এলাকায় পোস্টারিং শুরু হয়েছে। তাতে লেখা, ‘ক্ষমতালোভী তৃণমূল কংগ্রেসকে ঘৃণা করুন।’

এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অনুপ মিস্ত্রী বলেন, “আমরা মানুষের পঞ্চায়েত গড়তে চাই। তাই এই পোস্টারও ছাপিয়েছি। তৃণমূলের ধিক্কারই পাওয়ার কথা। আমাদের এলাকার ১৫টা গ্রামে এই পোস্টার লাগানো হয়েছে।”

Next Article