বাসন্তী: পঞ্চায়েত ভোটের ফল প্রকাশ হয়ে গিয়েছে। কিন্তু অশান্তির ঘটনায় এখনও রাশ পড়েনি। এ বার বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের পরাজিত মহিলা প্রার্থীকে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের উত্তর ভাঙনখালি গ্রামে। এই মারধরের পিছনে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। নির্দল হয়ে ভোটে লড়ার প্রার্থীর স্বামী ও তাঁর সঙ্গীসাথীদের বিরুদ্ধেই মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থীকে।
আবারও শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠলে বাসন্তী ব্লক। যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠল নির্দল প্রার্থীর সমর্থিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযুক্তরা মাদার তৃণমূলের গোষ্ঠীতে ছিলেন। কিন্তু ভোটে নির্দল হিসাবে লড়াই করে জিতেছেন। ওই পঞ্চায়েত থেকে নির্বাচনে পরাজিত হয়েছেন তৃণমূলের টিকিটে ভোটে লড়া পারুলি লস্কর তাঁকে ও তাঁর বাড়ির লোককে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। বর্তমানে আশাঙ্কজনক অবস্থায় তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনা নিয়ে স্থানীয় যুব তৃণমূল কর্মী রাজা লস্কর বলেছেন, “ওরা দলবল নিয়ে সন্ধ্যায় চড়াও হয়। বাড়ি থেকে বের করে আমাদের পঞ্চায়েত প্রার্থীকে মেরেছে। তাঁর বাড়ির লোকেদেরও মেরেছে। ওরা নির্দল হয়ে লড়াই করত। মাদার তৃণমূলে ছিল। ভোটে আমরা হেরে যেতেই হুমকি দিয়েছিল।” যুব তৃণমূলের প্রার্থী পারুলি লস্কর পরাজিত হয়েছে মাদার তৃণমূলের সমর্থনে দাঁড়ানো নির্দল প্রার্থী বাবলু লস্করের কাছে। আর ওই বুথের তৃণমূলের প্রতীকে দাঁড়ানো সেই পারুলি লস্করকে মারধর করার অভিযোগ নির্দল হয়ে জয়ী বাবলু লস্করদের বিরুদ্ধে।যদিও বাবলু লস্কর হামলার অভিযোগ অস্বীকার করেছেন।