Baruipur Crime:একাধিকবার যৌন সম্পর্ক, ঘর বাঁধতে চাওয়ায় প্রেমিকাকে চোর অপবাদ দিয়ে চুল কেটে নিল প্রেমিক!

Abhigyan Naskar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 24, 2023 | 3:13 PM

Baruipur Crime: পরিবারের অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সঙ্গে নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন শেখ রাজ। নাবালিকা তারপরও যুবকের সঙ্গে সম্পর্ক রাখছিল। দুজনের মধ্যে সম্পর্ক এগোচ্ছিল।

Baruipur Crime:একাধিকবার যৌন সম্পর্ক, ঘর বাঁধতে চাওয়ায় প্রেমিকাকে চোর অপবাদ দিয়ে চুল কেটে নিল প্রেমিক!
বারুইপুর নাবালিকাকে হেনস্থার অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

বারুইপুর: বেশ কিছুদিনের সম্পর্ক। প্রেম চলছিল জমিয়েই। কিন্তু নাবালিকার বাড়ির তরফে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। তাই সে-ও প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। বিয়ের কথা বলায় নাবালিকাকে চোর অপবাদ দিয়ে মারধর ও মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল প্রেমিক ও তার মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেড় বছর আগে নাবালিকা প্রেমিকার সঙ্গে সামাজিক মাধ্যমে পরিচয় হয় মল্লিকপুরের শেখ রাজের। তারপর একদিন শেখ রাজ ওই মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যায়।

পরিবারের অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সঙ্গে নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন শেখ রাজ। নাবালিকা তারপরও যুবকের সঙ্গে সম্পর্ক রাখছিল। দুজনের মধ্যে সম্পর্ক এগোচ্ছিল। কিন্তু অভিযোগ, প্রেমিকা বিয়ের কথা বলতেই বেঁকে বসে যুবক। বাবা-মায়ের কাছে সব জানিয়ে দেয় নাবালিকা।

পরিবার থানায় অভিযোগ জানাতে উদ্যোগী হয়। শেখ রাজের পরিবার নাবালিকাকে ঘরের বউ করে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। তারপর থেকেই ধারাবাহিকভাবে নাবালিকা তার প্রেমিক শেখ রাজের বাড়িতে যাতায়াত করত। একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্কও স্থাপন হয়েছে। কিছুদিন আগে নাবালিকা তার প্রেমিককে বিয়ে করার জন্য চাপ দেয়। কারণ কিছুদিনের মধ্যেই সে প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে। অভিযোগ, তারপর থেকেই ফের বদলে যেতে শুরু করে শেখ রাজ। তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়। বেশি চাপ দিলে তাকে মারধর করত বলেও অভিযোগ।

অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় নাবালিকাকে শেখ রাজ তাঁর বাড়িতে ডেকে পাঠান। তারপরেই তাঁকে আলমারি থেকে টাকা বার করতে বলে পিছন থেকে ভিডিয়ো রেকর্ডিং করেন। বাড়ির লোক ঘরে ঢুকতেই তাকে চোর অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে করেন শেখ রাজ ও তাঁর মা মিনা বেগম। তারপরে সেখান থেকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গিয়ে প্রকাশ্যে প্রতিবেশীদের সামনে নাবালিকার মাথার চুল কেটে দেন। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে ওই নাবালিকা।

আকস্মিকতার ঘোর কাটিয়ে উঠতে পারছে না সে। যার সঙ্গে ঘর বাঁধা স্বপ্ন দেখেছিল, তিনিই তাকে চোর অপবাদ দিয়ে মাথার চুল কাটল! শুধু তাই নয়, আরও অভিযোগ, মাথার চুল কাটার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন শেখ রাজ। শুক্রবার সকালেই নাবালিকার পরিবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে। তদন্ত শুরু করে প্রেমিক শেখ রাজ ও তাঁর মা মিনা বেগমকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।

Next Article