দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে প্রজাতন্ত্র দিবসে বন্দুক ফাটানোর ঘটনায় ব্যবহৃত এয়ার গানটিকে বাজেয়াপ্ত করেছে বারুইপুর থানার পুলিশ। সেই সঙ্গে ভিডিয়ো ফুটেজ দেখে চিহ্নিত করে যারা সেখানে ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এয়ারগানটিকে ওই কাজে ব্যবহার করা হয়েছিল। প্রজাতন্ত্র দিবসের দিনে বারুইপুর বিজেপির মন্ডলের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করার সময় দেখা যায় যে যাদবপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি মলয় চট্টোপাধ্যায় একটি বন্দুক শূন্যের দিকে ফাঠাচ্ছেন।
আর সেই সময় জাতীয় পতাকা উত্তোলন করছিলেন যাদবপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উত্তম কর। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠেছে কোথা থেকে সেই বন্দুক পেলেন ওই বিজেপির জেলা সভাপতি এবং এইভাবে কেন প্রকাশ্যে তা ফাটাচ্ছেন। যদিও বিজেপির জেলার সভাপতি মলয় চট্টোপাধ্যায় সাফাই দিয়ে বলেছেন যে তিনি একটি এয়ারগান ফাঠিয়েছেন।
যা কোন বেআইনি কাজ নয়।যদিও ওই বিজেপির জেলা সভাপতিকে গ্রেফতারের দাবি তুলেছেন বারুইপুর তৃণমূলের ব্লক সভাপতি তথা বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস।