BDO Office: ছাই পড়ে, আধপোড়া লুঙ্গি, ধুতি, শাড়ি! BDO অফিসের বাইরেই রহস্য ঘনীভূত

Shuvendu Halder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 02, 2023 | 10:54 AM

BDO Office: বিজেপি নেতার অভিযোগ, বিরোধী সদস্যরা সরকারি ত্রাণের জন্য আবেদন করলে দেওয়া হয় না। ত্রাণ বিলি নিয়ে তৃণমূল সদস্যদের কোন্দলের জেরে ত্রাণ সামগ্রী পুড়িয়ে দেওয়া হয়েছে

BDO Office: ছাই পড়ে, আধপোড়া লুঙ্গি, ধুতি, শাড়ি! BDO অফিসের বাইরেই রহস্য ঘনীভূত
বিডিও অফিসের বাইরে আধপোড়া লুঙ্গি-ধুতি
Image Credit source: TV9 Bangla

Follow Us

ডায়মন্ড হারবার:  বিডিও অফিস চত্বরে পড়ে আছে আধপোড়া লুঙ্গি, ধুতি, শাড়ি। দেখেই বোঝা যাচ্ছে এক সঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, এই আধপোড়া জিনিসগুলি সরকারি ত্রাণের। ব্লকের সাধারণ মানুষদের বিতরণের জন্য বরাদ্দ ছিল। কিন্তু সেগুলি সাধারণ মানুষদের না দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে শাসক-‌বিরোধী বিতর্কের পারদ তুঙ্গে উঠেছে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি বিধানসভা এলাকার মথুরাপুর-‌২ নম্বর ব্লকে। কোম্পানির ঠেকে ব্লক অফিস ভবনের পিছনে এখনও পড়ে রয়েছে আধপোড়া লুঙ্গি, ধুতি ও শাড়ি। বেশ কয়েকদিন আগে সেগুলি পোড়ানো হয়েছে বলেই বিস্ফোরক অভিযোগ পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা দীনেশ জানার।

বিজেপি নেতার অভিযোগ, বিরোধী সদস্যরা সরকারি ত্রাণের জন্য আবেদন করলে দেওয়া হয় না। ত্রাণ বিলি নিয়ে তৃণমূল সদস্যদের কোন্দলের জেরে ত্রাণ সামগ্রী পুড়িয়ে দেওয়া হয়েছে। বিডিওর অগোচরে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে মথুরাপুর-‌২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভাণ্ডারীকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে রায়দিঘির তৃণমূল বিধায়ক অলোক জলদাতা, গোষ্ঠী কোন্দলের জেরে ত্রাণ সামগ্রী পুড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। বাতিল বা পুরনো সামগ্রী পোড়ানো হতে পারে বলে তাঁর মত। বিডিও নাজির হোসেন জানিয়েছেন, এ বিষয়টি সত্যি নয়। অনেক দিন আগে কিছু পোড়ানো হয়েছে বলে মনে হয়।

Next Article