Bhangar: ঘরের সামনে বেপরোয়া বোমাবাজিতে আহত শিশু, আইএসএফ-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়
Bhangar: আইএসএফের অভিযোগ, কেন মানুষ বিধায়ক নওসাদ সিদ্দিকির সভায় গিয়েছেন, সেই রাগেই এলাকায় বোমবাজি করে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, বোমাবাজিতে আহত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙড়: ফের উত্তেজনা ভাঙড়ে। তৃণমূল-আইএসএফের সংঘর্ষে ব্যাপক বোমাবাজি। বোমার এক শিশুর আহত হওয়ার খবর মিলছে। এলাকার ব্যাপক উত্তেজনা রয়েছে। ভাঙড়ে ফুলবাড়িতে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাল্টা আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। রবিবার এলাকায় আইএসএফের বৈঠক ছিল। তারপর সোমবারই তৃণমূল কর্মসূচি নেয়। আইএসএফের অভিযোগ, কেন মানুষ বিধায়ক নওসাদ সিদ্দিকির সভায় গিয়েছেন, সেই রাগেই এলাকায় বোমবাজি করে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, বোমাবাজিতে আহত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত দুদিন ধরেই ভাঙড় উত্তপ্ত রয়েছে। রবিবার বিকালে ভাঙড়ের ঘটকপুকুরে রাজনৈতিক সভা ছিল আইএসএফ-এর। অভিযোগ, সেই সভাতে আসার পথে রানিগাছি এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা আইএসএফের কর্মীদের বাধা দেয়। সেই সময়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ। এদিকে আবার তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, মদ খাওয়ানোর লোভ দেখিয়েই তৃণমূল কর্মীদের জোর করে মিটিংয়ে নিয়ে গিয়েছিল আইএসএফ।
তারপরই মঙ্গলবার ওই এলাকায় তৃণমূলের মিটিং ছিল। সেখান থেকে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। যে শিশুটি আহত হয়েছে, তার মা বলেন, “আমরা আসলে আইএসএফ করি। আমরা কাল আইএসএফের মিটিংয়ে গিয়েছিলাম। তাই আমাদের ঘরে বোমা মারা হল।”
আরেক আইএসএফ কর্মী বলেন, “আসলে কাল যখন অশান্তি হল, তখন আর পুলিশ এল না। আজ যেই তৃণমূলের মিছিল ছিল, পুলিশে পুলিশে ছয়লাম। পুলিশই দেখুক কত বোমা মারা হয়েছে।” যদিও তৃণমূল নেতার বক্তব্য, “সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। বোমাবাজি ওরাই করেছে। যেহেতু আমাদের সভা ছিল, তার এখন আমাদের নামে দোষ দেওয়া হচ্ছে।” এখনও পর্যন্ত বোমাবাজির ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।