ভাঙড়: নির্বাচনী আবহ কেটেছে দীর্ঘক্ষণ। উৎসবের মরসুমও শেষ। আর তা হতেই ভাঙড় ফিরল আবার ভাঙড়েই। আবারো রাজনৈতিক উত্তেজনা ভাঙড়ে। তৃণমূল বনাম আইএসএফ। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল আইএসএফ-এর বিরুদ্ধে। পাল্টা হামলার অভিযোগ তুলেছে আইএসএফ। খবর পেয়ে ঘটনাস্থলে কাশীপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকেই ঘটনাকে ঘিরে উত্তেজনা কাশীপুর থানার পশ্চিম কাঠালিয়া মিস্ত্রিপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে নানা কারণেই বচসা হয়। বৃহস্পতিবার একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা হয়। তখন স্থানীয় এক তৃণমূল কর্মীকে ঘিরে ধরে মারধরের অভিযোগ ওঠে আইএসএফ-এর বিরুদ্ধে।
অন্যদিকে আইএসএফের অভিযোগ, তৃণমূল কর্মীরা আইএসএফকে মারধর করেছে।অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এখনও পর্যন্ত এই ঘটনায় তৃণমূল কিংবা আইএসএফ-এর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে এলাকায় যে অশান্তি শুরু হয়েছিল, তা এখনও অব্যহত। ভোটের সময়ে ভাঙড়ে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। গণনার পরও অশান্তি হয়। ভাঙড়ের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে ওই এলাকাকে কলকাতা পুলিশের আওতায় আনা হয়। তারপরও ওই এলাকায় শান্তি যে ফেরেনি, তার প্রমাণ মিলছে।