বিষ্ণুপুর: রেশন ঠিক মতো না পাওয়ায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেল্প লাইন নম্বরে ফোন। অভিযোগ, এরপরই রেশন ডিলার দল বলনিয়ে সেই অভিযোগকারীর বাড়িতে চড়াও হন। প্রাণনাশের হুমকিও দেন তাঁকে। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার অন্তর্গত কাষ্ঠমহলে ।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত কাষ্ঠমহলে বাসিন্দা দীপঙ্কর সর্দার। অভিযোগ, দুয়ারে রেশন প্রকল্পে জালিয়াতির অভিযোগ করেছিলেন তিনি। তাঁর বক্তব্য, এলাকার মানুষ জন ঠিক মতো রেশন পাচ্ছে না। তিনি নিজেও রেশন পাচ্ছেন না। শুধু তাই নয়, রেশনের পরিমাণ কম দেওয়া হচ্ছে। আটার বদলে ময়দা চড়া দাম দিয়ে নিতে হচ্ছে। দীপঙ্করবাবু বিষয়টি নিয়ে রেশন ডিলার অভিজিত নস্করকে মৌখিক ভাবে জানায়। কিন্তু অভিজিতবাবু কথা শোনেননি। উল্টে হুমকি দেন বলে অভিযোগ। এরপর রেশন কার্ড বাতিল করে দেওয়ার হুমকি দেন।
এরপর মুখে কথায় কাজ হচ্ছে না দেখে দীপঙ্কর সর্দার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেল্প লাইন নম্বর ফোন করেন। তারপর তাঁর কাছে খাদ্য দফতর থেকে ফোন আসে। গোটা বিষয়টি তিনি জানান। বিষয়টি কানে যায় রেশন ডিলার অভিজিতের কাছেও। অভিযোগ, এরপর ৭ তারিখ চড়াও তিনি। হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অভিযোগকারী পরিবারের সকলকে। আতঙ্কে বিষ্ণুপুর থানা সহ বিষ্ণুপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকে কাছে লিখিত অভিযোগ দায়ের করেন দীপঙ্করবাবু। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার অভিজিৎ বলেন, “আমি কোনও হুমকি দিইনি। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আমি একবার জিজ্ঞাসা করেছিলাম তুই বারবার কেন এমন অভিযোগ করছিস? ও কোনও উত্তর দেয়নি। আসলে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে।”