Bishnupur: স্ত্রীর সামনেই নিজের মাথায় গুলি চাললেন দিন মজুর

Souvik Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 12, 2024 | 2:03 PM

Bishnupur: মৃত ব্যক্তির নাম পার্থ সেন (৩৮)। মৃতের স্ত্রীর দাবি, বুধবার রাতে মদ্যপান করে বাড়িতে ফেরেন ওই ব্যক্তি। বাড়িতে ঢোকার পরই দরজায় তালা লাগাতে বলেন। স্ত্রী তালা মারতে গেলে তখন মাথায় গুলি চালিয়ে দেন ওই ব্যক্তি। পরিবার সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্রটি কয়েকদিন আগে বাড়ি ফেরার পথে কুড়িয়ে পেয়েছেন তিনি।

Bishnupur: স্ত্রীর সামনেই নিজের মাথায় গুলি চাললেন দিন মজুর
বিষ্ণুপুরে বন্দুক চালিয়ে আত্মহত্যা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বিষ্ণুপুর: রাস্তায় ধারে পড়েছিল বন্দুক। সেই বন্দুক তুলে মদ্যপ অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পৈলান এলাকায়।

মৃত ব্যক্তির নাম পার্থ সেন (৩৮)। মৃতের স্ত্রীর দাবি, বুধবার রাতে মদ্যপান করে বাড়িতে ফেরেন ওই ব্যক্তি। বাড়িতে ঢোকার পরই দরজায় তালা লাগাতে বলেন। স্ত্রী সেই মতো তালা লাগাতে গেলে তখন মাথায় গুলি চালিয়ে দেন ওই ব্যক্তি। পরিবার সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্রটি কয়েকদিন আগে বাড়ি ফেরার পথে কুড়িয়ে পেয়েছেন তিনি। মৃতের স্ত্রী পল্লবী সেন জানান, কয়েকদিন আগে বন্দুকটি কুড়িয়ে পেয়েছিলেন ওই ব্যক্তি। বিষ্ণুপুর থানায় জমা দিতে বলেছিলেন তাঁর স্ত্রী। পার্থ বলেছিলেন জমা করবে। কিন্তু তা করেনি। এরপর রাতেই গুলি চালায় নিজের।

মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠায় বিষ্ণুপুর থানার পুলিশ। বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এই মৃত্যুর পিছনে অন্য কোন কারণ আছে কি না গোটা ঘটনা খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ। পল্লবী বলেন, “ও খুবই মদ খেতো। নেশা করে এসেছিল গতকাল রাতে। আমায় বলল দরজায় তালা লাগিয়ে দিতে। আমি ওর কথা শুনে দরজায় তালা লাগিয়ে দিলাম। তখনই গুলি চালালো নিজের মাথায়।”

Next Article