বারুইপুর: সামনে পঞ্চায়েত ভোট। তবে তার আগে বাড়ছে উত্তেজনা। ভোটের আগে চড়ছে পারদ। এবার বারুইপুরে বিজেপি করার অপরাধে দু’জনকে বেধড়ক মারের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। আহত দুই বিজেপি কর্মীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বারুইপুরে। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় জয়নগর থানার দেওয়ানগঞ্জ বাজারে চায়ের দোকানে আড্ডা মারছিলেন দুই বিজেপি কর্মী উত্তম নস্কর ও অরূপ নস্কর। এলাকায় তাঁরা বিজেপি কর্মী হিসাবে পরিচিত। ২০২১ এর বিধানসভা ভোটের পর থেকেই তাঁরা ঘরছাড়া ছিলেন বলে দাবি তাঁদের পরিজনদের।
অভিযোগ, গতকাল হঠাৎই দলবল মিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দুই বিজেপি কর্মীকে জোর করে তুলে নিয়ে যায় বারুইপুর থানার অন্তর্গত নবগ্রাম গ্রামে। সেখানেই দু’জনকে লাঠি-রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে দাবি ওই দুই বিজেপি কর্মীর। পরে বারুইপুর থানার পুলিশ গিয়ে আক্রান্ত দু’জনকে উদ্ধার করে। দুজনকেই গুরুতর আহত অবস্থায় আনা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে।
সেখানে অনুপ নস্কর দাবি করেন শুধুমাত্র বিজেপি করার অপরাধে তাঁদের দুই জনকে মারধর করা হয়েছে।এমনকী তাঁদের গায়ে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল দুষ্কৃতীদের হাতে লাঠি,রড আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি ওই বিজেপি কর্মীর।
যদিও, তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূলের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। তিনি বলেন, “দুই জনের বিরুদ্ধে এলাকায় আগেও দুষ্কৃতীমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। দু’জন তৃণমূল কর্মীদের উপর হামলা করতে গেলে এলাকাবাসী ধরে ফেলে। তারপরে এই ঘটনা ঘটেছে।” অপরদিকে,বারুইপুর পূর্ব সাংগঠনিক জেলা সভাপতি উত্তম কর জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত তৃণমূল দুষ্কৃতীদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন হবে।