Body Recovered: ধুমধাম করে চলছিল পুজোর উদ্বোধন, বাজছিল মাইক, পাশের পুকুরে চোখ যেতেই সব থেমে গেল
Body Recovered: স্থানীয়রা প্রথমে দেহ দেখতে পেয়ে খবর দেন পুলিশে। কাশীপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ বোঝা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।
কাশীপুর: একদিকে ধুমধাম করে হচ্ছে কালীপুজোর উদ্বোধন। অন্যদিকে ঠিক পাশের পুকুরে ভেসে উঠল দেহ। ব্যাপক শোরগোল উত্তর কাশীপুর থানায়। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। যে জায়গায় এ ঘটনা ঘটেছে সেখান থেকে কার্যত ঢিল ছোড়া দূরত্বে রয়েছে কাশীপুর থানা। ঘটনায় স্বভাবতই প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা ব্যবস্থা। তবে যে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে তা তাঁর কোনও পরিচয় জানা যায়নি। তাতেই আরও ঘনাচ্ছে রহস্য। ভরসন্ধ্যায় এভাবে মৃতদেহ ভাসতে দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা প্রথমে দেহ দেখতে পেয়ে খবর দেন পুলিশে। কাশীপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ বোঝা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। এদিকে এদিনই মহাসমারহে কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার শ্যামাপুজোর উদ্বোধন করছে। তারমধ্যে এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনের মধ্যেও।
সূত্রের খবর, সন্ধ্যায় পুকুরে কাছে গিয়েছিলেন এলাকার বাসিন্দা হানিফ মোল্লা। কিন্তু, দৃশ্য দেখে চোখ কপালে উঠে গিয়েছিল। বৃহস্পতিবার পুকুরে মাছের খোরাক দেওয়ার কথা ছিল। সে কারণেই পুকুরের জল দেখার জন্য এসেছিলেন তিনি। তখনই দেখেন ভাসছে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির দেহ। এদিকে উল্টোদিকে তখন গমগম করছে উত্তর কাশীপুর থানার পুলিশের পুজা উদ্বোধনের মাইক। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন উত্তর কাশীপুর থানার আইসি-সহ বিরাট পুলিশ বাহিনী। কিন্তু মৃতের পরিচয় জানা না যাওয়ায় ধোঁয়াশা ক্রমেই ঘন হয়েছে।