IPL Mega Auction 2025 Live: মেগা অকশনের আর কিছুক্ষণ, নজর পারথেও
IPL Auction 2025 Live Updates in Bengali: মেগা নিলামে সর্বাধিক বেস প্রাইস ২ কোটি টাকা। এই ব্র্যাকেটে রয়েছেন ৮১ জন ক্রিকেটার। সর্বনিম্ন বেস প্রাইস ৩০ লক্ষ টাকা। এই তালিকায় রয়েছেন ৩২০ জন। কোন প্লেয়ার, কোন ফ্র্যাঞ্চাইজিতে, কত দর। মেগা অকশনের যাবতীয় লাইভ আপডেট পাবেন এই লিঙ্কে।
LIVE Cricket Score & Updates
-
IPL Auction 2025 Live: নিলামেও নজর পারথে!
একদিকে বর্ডার-গাভাসকর ট্রফি, অন্য দিকে আইপিএল অকশন। বিরাট কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। পারথে কেরিয়ারের আরও একটা সেঞ্চুরি সামনে বিরাট। নিলামের আগে আলোচনায় বিরাটের ইনিংসও।
-
IPL Auction 2025 Live: নিলামে দ্রাবিড়!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অকশন টেবিলে রাহুল দ্রাবিড়। রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে আইপিএলে প্রত্যাবর্তন হয়েছে। উত্তেজনায় ফুটছেন বিশ্বজয়ী কোচ। বিস্তারিত পড়ুন: নিলামে চমক… উত্তেজনায় টগবগ করে ফুটছেন রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড়
-
-
IPL Auction 2025 Live: যে সুপারস্টাররা নিলামে নেই…
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বারের অকশনে যে সুপারস্টাররা নেই। বিস্তারিত পড়ুন: ধাওয়ান-উড পঁচিশের আইপিএলের মেগা নিলামে নেই যে ৭ সুপারস্টার, রইল তালিকা…
-
IPL Auction 2025 Live: কোন দল, কটি স্লট!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বারের নিয়ম অনুযায়ী ছয় জন প্লেয়ারকে রিটেন করা যেত। এর মধ্যে আরটিএমও যোগ করা রয়েছে। কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস ৬ জন রিটেন করেছে। কোন টিমের কটা স্লট খালি? বিস্তারিত পড়ুন: মেগা নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কতজন ক্রিকেটার কিনে দল সাজাতে পারবে? রইল তালিকা
-
IPL Auction 2025 Live: আইপিএল অকশনে বাংলার কারা?
মহম্মদ সামি, শাহবাজ আহমেদের মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন আইপিএলের মেগা অকশনে। তেমনই বেশ কিছু অন্য মুখও। তাঁরা দল পাবেন? বিস্তারিত রইল: বাংলা থেকে IPL মেগা নিলামে ১৩, ভবিষ্যৎ হতে পারেন যাঁরা…
-
-
IPL Auction 2025 Live: ইতিহাস হবে?
আইপিএলের অকশনে সবচেয়ে দামি ক্রিকেটারের ইতিহাস গড়েছিলেন মিচেল স্টার্ক। গত সংস্করণে মিনি অকশনে তাঁকে ২৪.৭৫ কোটি টাকায় নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এ বার মেগা অকশন। এত খরচ করবে কোনও ফ্র্যাঞ্চাইজি? বিস্তারিত রইল: নাইট প্রাক্তনী স্টার্ককে ছাপিয়ে আইপিএল মেগা নিলামে নতুন ইতিহাস গড়তে পারেন কে?
-
IPL Auction 2025 Live: কেকেআরের ক্যাপ্টেন কে?
কোটার ছ’জন প্লেয়ারকে রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যে রয়েছেন রিঙ্কু সিংও। তাঁকে ক্যাপ্টেন করা হতে পারে বলে গুঞ্জন। নাকি অকশনে ক্যাপ্টেনও খুঁজবে কেকেআর? রইল বিস্তারিত: রিঙ্কুতে ভরসা নাকি নিলামে নয়া ক্যাপ্টেনের খোঁজে নামবে কেকেআর?
-
-
IPL Auction 2025 Live: কার পার্সে কত?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অকশন টেবিলে সবচেয়ে ‘ধনী’ পঞ্জাব কিংস। তারা মাত্র দু-জন আনক্যাপড প্লেয়ারকে রিটেন করেছে। ১০টি টিমের পার্সের কী পরিস্থিতি? রইল বিস্তারিত: নিলাম টেবলে ধুন্ধুমারের অপেক্ষা, জানেন কোন টিমের পার্সে রয়েছে কত কোটি টাকা?
-
IPL Auction 2025 Live: জেড্ডায় আইপিএল ট্রফি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম কবে শুরু হচ্ছে, সেই তারিখ প্রকাশ্যে। ১৪ মার্চ শুরু হবে আগামী আইপিএল। তার আগে দল গুছিয়ে নেওয়ার পালা। যা ভারতীয় সময় দুপুর ৩টে থেকে শুরু হবে। তার আগে দেখে নেওয়া যাক জেড্ডায় আইপিএলের ট্রফির ঝলক।
𝗧𝗿𝗼𝗽𝗵𝘆’𝘀 𝗗𝗮𝘆 𝗢𝘂𝘁! ✅
The prestigious #TATAIPL Trophy makes its appearance in Jeddah 🏆
1⃣ Day To Go for #TATAIPLAuction ⏳ pic.twitter.com/P9efNus6i0
— IndianPremierLeague (@IPL) November 23, 2024
-
IPL Auction 2025 Live: ‘অ্যাকশন’ ডে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ অকশনের প্রথম দিন। এ বার মেগা অকশন। দু-দিন ধরে চলবে নিলাম। সৌদি আরবের শহর জেড্ডায় অকশন। সব মিলিয়ে ৫৭৪ জন ক্রিকেটার অকশনে। যদিও দল পাবেন সর্বাধিক ২০৪ জন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশন। বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য রেজিস্টার করেছিলেন ১৫৭৪ জন ক্রিকেটার। যদিও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৫৭৪ জন। ভারতীয় প্লেয়ার রয়েছেন ৩৬৬, বিদেশি ক্রিকেটারের সংখ্যা ২০৮। আইসিসি অ্যাসোসিয়েট নেশনের তিন ক্রিকেটার রয়েছেন। অকশনে ৩১৮ জন ভারতীয় আনক্যাপড, ১২ জন বিদেশি আনক্যাপড প্লেয়ার। দু-দিনের অকশন। সর্বাধিক ২০৪ জন ক্রিকেটার দল পাবেন। এর মধ্যে বিদেশি প্লেয়ারদের জন্য রয়েছে ৭০টি স্লট। নিলামে সর্বাধিক বেস প্রাইস ২ কোটি টাকা। এই ব্র্যাকেটে রয়েছেন ৮১ জন ক্রিকেটার। সর্বনিম্ন বেস প্রাইস ৩০ লক্ষ টাকা। এই তালিকায় রয়েছেন ৩২০ জন। কোন প্লেয়ার, কোন ফ্র্যাঞ্চাইজিতে, কত দর। মেগা অকশনের যাবতীয় লাইভ আপডেট পাবেন এই লিঙ্কে।
Published On - Nov 24,2024 1:00 PM