AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR, IPL 2025 Auction: রিঙ্কুতে ভরসা নাকি নিলামে নয়া ক্যাপ্টেনের খোঁজে নামবে কেকেআর?

IPL 2025 Mega Auction: ২৪ ও ২৫ নভেম্বর জেড্ডায় হবে ১০ ফ্র্যাঞ্চাইজির প্লেয়ারদের নিয়ে কাড়াকাড়ি। ৬ জন ক্রিকেটারকে রিটেন করার পর পার্সে কেকেআরের পড়ে রয়েছে ৫১ কোটি টাকা। কেমন দল সাজাতে পারে শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্স?

KKR, IPL 2025 Auction: রিঙ্কুতে ভরসা নাকি নিলামে নয়া ক্যাপ্টেনের খোঁজে নামবে কেকেআর?
রিঙ্কুতে ভরসা নাকি নিলামে নয়া ক্যাপ্টেনের খোঁজে নামবে কেকেআর?Image Credit: PTI
| Updated on: Nov 23, 2024 | 3:00 PM
Share

কলকাতা: কলকাতা নাইট রাইডার্স গত বারের আইপিএল চ্যাম্পিয়ন। এ বারের আইপিএলের মেগা নিলামে যে কারণে বিশেষ নজর থাকবে নাইট শিবিরে। কেকেআরের তৃতীয় ট্রফি জয়ের নেপথ্যে শ্রেয়স আইয়ারের নেতৃত্ব ও মেন্টর গৌতম গম্ভীরের বড় ভূমিকা ছিল। দু’জনই এখন কেকেআরে (KKR) নেই। ১৭তম আইপিএলের (IPL) পর গৌতম ভারতের হেড কোচ হয়েছেন। আর শ্রেয়সকে রিটেন করেনি কলকাতা। তিনি নিজেই নিলামে দর বুঝতে চেয়েছেন, তাই কেকেআর তাঁর কথা মতো রিটেন করেনি। ২৪ ও ২৫ নভেম্বর জেড্ডায় হবে ১০ ফ্র্যাঞ্চাইজির প্লেয়ারদের নিয়ে কাড়াকাড়ি। ৬ জন ক্রিকেটারকে রিটেন করার পর পার্সে কেকেআরের পড়ে রয়েছে ৫১ কোটি টাকা। কেমন দল সাজাতে পারে শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্স?

এক ঝলকে দেখে নিন কোন ক্রিকেটারদের, কত টাকা দিয়ে কেকেআর মেগা নিলামের আগে রিটেন করেছে —

রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হর্ষিত রানা (৪ কোটি) ও রমনদীপ সিং (৪ কোটি)।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য কম্বিনেশন – সুনীল নারিন, বিদেশি উইকেটকিপার, ভারতীয় ব্যাটার, ভারতীয় ব্যাটার, ভারতীয় ব্যাটার, ভারতীয় অলরাউন্ডার, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, বিদেশি জোরে বোলার, ভারতীয় স্পিনার, হর্ষিত রানা।

পঁচিশের মেগা নিলাম থেকে কেমন দল করতে চাইছে কেকেআর?

কেকেআর আইপিএলের মেগা নিলামে ৫১ কোটি টাকা দিয়ে বেশি তারকা ক্রিকেটার কিনতে পারবে না। কিন্তু নাইটদের চাই ভালো ওপেনার, উইকেটকিপার, শক্তিশালী মিডল অর্ডারও। একইসঙ্গে ক্যাপ্টেনের খোঁজও থাকবে নাইট শিবিরের। রিটেনশন তালিকা প্রকাশ হওয়ার পর শোনা গিয়েছিল রিঙ্কু সিংকে কেকেআরের পরবর্তী অধিনায়ক করা হতে পারে। যদি আলিগড়ের ছেলেকে সেই দায়িত্ব না দেওয়া হয়, তা হলে নিলাম থেকে এমন কোনও ক্রিকেটারকে ফোকাস করবে কলকাতা, যিনি দলকে সফলভাবে নেতৃত্ব দিতে পারবেন।

ইংল্যান্ডের ফিল সল্টের দাম বেশি উঠলে নাইটদের পিছিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আফগানিস্তানের রহমানুল্লা গুরবাজকে কিনতে পারে কেকেআর। ওপেনার হিসেবে নাইট টিমে তাঁর খেলার অভিজ্ঞতাও রয়েছে। ওপেনিং ও ক্যাপ্টেন্সি স্লট ভরালেই কেকেআরের কাজ শেষ হবে না। শ্রেয়স আইয়ার, নীতীশ রানাকে ছেড়ে দেওয়ার পর কেকেআরের অন্যতম চিন্তায় জায়গা হয়ে দাঁড়িয়েছে মিডল অর্ডার। মিচেল স্টার্কের মতো পেসারকে গত বার কিনেছিল কেকেআর। তাঁকে যেহেতু ছেড়ে দিয়েছে তিন বারের আইপিএলজয়ীরা, তাই ভালো পেসারের খোঁজ থাকবে নিলামে। একই সঙ্গে ভালো স্পিনারেও নজর রাখবে নাইটরা।