ভোট পরবর্তী বাসন্তীতে উদ্ধার বালতি ভর্তি বোমা

Apr 08, 2021 | 11:51 PM

একটি কলাবাগানে মজুত করা হয়েছিল এই বোমা (Bomb Recover)।

ভোট পরবর্তী বাসন্তীতে উদ্ধার বালতি ভর্তি বোমা
নিজস্ব চিত্র।

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: ভোট মিটলেও দুষ্কৃতী দৌরাত্ম্য মোটে কমেনি বাসন্তীতে (Basanti)। বৃহস্পতিবার দু’ বালতি ভর্তি বোমা উদ্ধার হল এলাকা থেকে। স্থানীয়দের অভিযোগ, গণনা পর্যন্ত এলাকায় আতঙ্কের পরিস্থিতি জিইয়ে রাখতেই এই বোমা মজুত চলছে।

সুন্দরবনের প্রত্যন্ত বাসন্তী বিধানসভা কেন্দ্র। গত ৬ এপ্রিল তৃতীয় দফায় এখানকার ভোট পর্ব মিটেছে। এরইমধ্যে বৃহস্পতিবার ভোট পরবর্তী তল্লাশি অভিযান চালিয়ে ২১টি তাজা বোমা উদ্ধার করল বাসন্তী থানার পুলিশ। এই বোমা উদ্ধারের ঘটনার খবরে আতঙ্ক এলাকায়।

আরও পড়ুন: কাশী বিশ্বনাথের মন্দির, জ্ঞানবাপি মসজিদ দেখতে যাবেন প্রত্নতত্ত্ববিদরা

এদিন গোপন সূত্রে পুলিশ খবর পায়, বাসন্তীর ৭ নম্বর তিতকুমারের খানপাড়ায় বোমা মজুত করা হয়েছে। এরপরই বাসন্তী থানার আইসি আব্দুর রব খানের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। সেখানে কাজেমত খানের কলাবাগানে তল্লাশি অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ২১টি তাজা বোমা। বম্ব স্কোয়াডকে খবর পাঠানো হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করার দায়িত্ব তাদের কাঁধে। ভোট পরবর্তী বাসন্তীতে কেন এই বোমা মজুত চলছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Next Article